বুধবার রাত থেকে দফায় দফায় নাটকীয় ব্যাপার𒊎 ঝাড়খণ্ডে।
সবে মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। তারপরই তাঁকে হেফাজতে নেয় ইডি। বুধবার রাতের ঘটনা। তবে গোট💮া ঘটনার একেবারে পরতে পরতে নাটকীয় মোড়। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন হেমন্ত সোরেন। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই অ্য়ারেস্ট মেমোতে সই করেন হেমন্ত সোরেন। ঠিক কী হয়েছিল সেই সময়?
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনটি বাস ভর্তি বিধায়কদের আনা হয়েছিল রাজভবনে। তবে সবাইকে রাজভবনে প্রব♏েশ ౠকরতে দেওয়া হয়নি। এরপর তিনি বিধায়কদের তালিকা জমা দেন।
তবে রাজ্যপালের সঙ্গে দেখা কর🍸ার আগে কেন্দ্রীয় এজেন্সি টানা🐈 জেরা করে হেমন্ত সোরেনকে। এদিকে জেরা করার সময় তাঁকে বলা হয়েছিল আপনার বক্তব্য় আপনি লিখে দিন। কিন্তু তা লিখতে চাননি হেমন্ত সোরেন। এক আধিকারিক জানিয়েছেন, তিনি বার বার অসহযোগিতা করছিলেন। সেকারণে তাঁকে গ্রেফতার করা হয়।
আধিকারিকদের দাবি, মুখ্য়মন্ত্রী ও তার ঘনিষ্ঠরা প্রচুর জমি জোর করে দখল করেছিলেন। জমি কেলেঙ্কারিতে আর্থিক তছরূꦇপের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকী এনিয়ে এজেন্সিꩵর কাছে উপযুক্ত তথ্য় প্রমাণ রয়েছে বলে দাবি করেছে এজেন্সি।
হেমন্ত আমাকে গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্তের কথা ওরা জানিয়েছে। দিনভর আমায় জেরা করেছে। যে অভিযোগের ভিত্তিতে আমায় গ্র✅েফতারের কথা বলছে তা ভিত্তিহীন। …লড়াই চলবে। আমরা জিতব। গ্রেফতারির আগে ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন হেমন্ত সোরেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়খণ্ডে ইডির দফতরের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চূড়ান꧙্ত নাটকীয় ব্যাপার চলছে বুধবার সন্ধ্যা থেকে।
এদিকে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রীর ♏চেয়ারে বসানোর চেষ্টাও চলছিল। কিন্তু তাতে বাদ সাধেন বৌদি সীতা সোরেন।
কল্পনা সোরেন। বয়স ৪৮ বছর। এতদিন রাজনীতিতে ♒তিনি যে বিরাট সক্রিয় এমনটা বলা যাবে না। মূলত স্বামীর ছায়াতেই ছিলেন তিনি। কিন্তু ডামাডোলের মধ্য়ে তাঁর নাম নিয়ে আলোচনা হতে শুরু করেছিল।
কিন্তু আচমকাই হেমন্তের বাড়ির অন্দরেই এনিয়ে জোর বিদ্রোহ শুরু হয়ে যায়। হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরে💎ন আচমকাই বেঁকে বসলেন। তিনি আবার ঝাড়খন্ড মুক্তি মোর্চার তিনবারের বিধায়ক। তিনি বুধবার সন্ধ্য়ায় ঘোষণা করে দেন যে কল্পনাকে মুখ্য়মন্ত্রী করা হলে তিনি ঘোরতর আপত্তি জানাবেন। আর তারপরই হাওয়া ঘুরতে শুরু করে।