২০২৪ সালের ইন্ডিয়া মোবাইল ক🐬ংগ্রেসে এবার পরিবেশিত হল জিও ভারত-এর নয়া হ্যান্ডসেট। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে জিও ভারত ভি ৩ ও জিও ভারত ভি৪ লঞ্চ হয়েছে। উৎসবের আবহে যদি বাজেট মোবাইল কেনার প্ল্যা🥃ন থাকে, তাহলে পকেট-ফ্রেন্ডলি এই হ্যান্ডসেটে নজর দিতে পারেন। জিওর তরফে জানানো হয়েছে, গত বছর জিও ভারত ভি ২ লঞ্চের পর এবার জিও ভারত ভি ৩, ভি ৪ প্রকাশ্যে আসছে।
কী কী থাকবে ফোনে?
জিও ভারত ভি ৩ ও জিও ভারত ভি ৪র সঙ্গে ফোর জি সংযোগ সম্ভব। এই মোবাইল ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে থাকে। এরই সঙ্গে বেশ কিছু অত্যাধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখা ফিচার রয়েছে ফোনে। কম দামে ܫস্টাইল স্টেটমেন্টের জন্য এই ফোন মন্দ নয়। জিও ভারতে আগে থেকেই লোড থাকবে, জিও টিভি, জিএ সিনেমা, জিও পে, জিও চ্যাট। ফোনে থাকবে ১০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে দেশের ২৩ টি ভাষা থাকবে ফোনে। জিও ভারত ভি২ ফোন তৈরিতে দিল্লির নির্ভর কারবনের সঙ্গে জোট বেঁধে এই ধরনের ফোন তৈরি করেছে জিও।
ফোনের দাম কত?
জিওর এই ফোন ভি৩ ও ভি ৪র দাম হ্যান্ডসেট প্রতি ১০৯৯ টাকা। ২০০০ টাকার থেকেও কম এই ফোনের দাম। যাঁরা সস্তায়, পুষ্টিকর-এ বিশ🐻্বাসী, তাঁরা কিনে নিতে পারেন এই ফোন। খুব শিগগিরই এই🐼 ফোন জিও মার্টে পাওয়া যাবে। তাছাড়াও অ্যামাজনেও আসবে জিওর এই ফোন।
মাসের রিচার্জের খরচ
জিও ভারত ফোনের মাসের রিচার্জের খরচ ১২৩ টাকা। এই টারিফে আনলিমিটেড ভয়েস কল আছে, ১৪ জিবি ডেটা রয়েছে। ღজিও টিভি থাকা𒁃য় এই ফোন থেকে ৪৫৫ টি লাইভ টিভি চ্যানেলও দেখতে পাওয়ার সুবিধা রয়েছে।