উত্তর কেরলে শাসকদল লেফ্ট ডেমক্রেটিক ফ্রন্ট🎃 ( LDF) কুন্নুর জেলার মাত্তানুর পুরসভায় ক্ষমতা দখল করল। সোমবার বামেদের হাতেই গেল ক্ষমতার রাশ। ৩৫টি আসনের মধ্যে ২১টিতে জয়ী হয়েছে তারা। বিরোধী দল কংগ্রেস প্রভাবিত ইউনাইটেড ডেমক্র্যাটিক ফ্রন্টের (UDF) আসন কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাদের আসন সংখ্যা কার্যত দ্বিগুণ হয়েছে। ৭ থেকে বৃদ্ধি পেয়ে তাদের আসন 👍সংখ্যা দাঁড়িয়েছে ১৪। তবে এবার বিজেপি একটি আসনও পায়নি।
এবার তাৎপর্যপূর্ণভাবে বাম দুর্গে ইউডিএফের আসন বৃদ্ধি নিয়ে বাম নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ। সিপিএমের জেলা সম্পাদক এমভি জয়ারাজন জানিয়েছেন, দল গোটা বিষয়টি পর্যালোচনা করবে। তবে কংগ্রেসকে সহায়তা করেছে বিজেপি। কিন্তু বিজেপির একটি আসনও ন꧋া পাওয়াকে ঘিরেও রাজনৈতওিক মহলে চর্চা শুরু হয়েছে।
এবার একটু পেছন ফিরে তাকানো য𒀰াক। ২০১৭ সালে এলডিএফ এই পুরসভাতেই একেবারে বিপুল জয় পেয়েছিল। সিপিএম একাই সেবার ২৫টি আসন দখল করেছিল। সেবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান ন্যাশানাল লিগ একটি করে আসন পেয়েছিল। ইউডিএফের মধ্যে কংগ্রেস পেয়েছিল চারটি আ꧅সন ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ পেয়েছিল তিনটি আসন।
এবার নেল্লুনি ওয়ার্ডের জয়ী সিপিএম প্রার্থী এন শাজিথ পুরসভার চেয়ারম্যান হতে পারেন। তবে এবার পুরসভায় কিছু নতুন মুখের জয় হয়েছে। এনিয়ে ভোটের মܫুখে দ্বন্দ্বও কিছু কম হয়নি। দলের দুই হেভিওয়েট নেতা ভোটের আগেই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তার প্রভাব এবারের ভোটে পড়েছে কি না সেটাও যাচাই করে দেখছেও দল। তবে এবার ইউডিএফ পুরসভা দখল করতে না পারলেও সমানে সমানে টেক্কা দিয়েছে বামেদের।