একটি হেলমেটই বাঁচিয়ে দ🦋িতে পারে জীবন। তবে এখনও সেই বিষয়ে উদাসীন অনেকেই। হেলমেট ছাড়াই ব্যস্ত রাস্তায় মোটরসাইকেল চালা𒀰চ্ছেন। ট্রাফিক পুলিশ ধরলে উল্টে তাঁদের উপরেই চোটপাট করছেন।
তবে এসব আমল দিতে নারাজ কলকাতা পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিষয়ে এখন আরও কড়াকড়ি করা হবে। সৌজন্যে 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'-এর প্রয়োগ। হেলমেট ছাড়া চালক দেখলেই পুলিশকর্♏মীদের জানিয়ে দেবে AI ।
কীভাবে AI প্রয়োগ করবেন পুলিশকর্মীরা?
কলকাতা পুলিশের এই♊ AI শহরের CCTV ফুটেজ স্ক্যান করবে। বর্তমানে ౠট্রাফিক নজরদারির জন্য কলকাতায় ২,৫০০টি সিসিটিভি রয়েছে। বিভিন্ন রাস্তা, ব্রিজ, মোড়ে তা ছড়িয়ে-ছিটিয়ে আছে।
সফটওয়্যারটি এমনভাবে প্রোগ্রাম করা, যাতে কোনও ট্রাফিক আইন ভঙ্গ হলেই তা অ্যালার্ট দেবে। অর্থাত্ হেলমেট ছাড়𝕴া মোটরসাইকেল আরোহী, ভুল স্থানে অনেকক্ষণ পার্কিং, লাল আলো অমান্য ইত্যাদি চিহ্নিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর সেগুলি দে☂খে যাচাই করবে কলকাতা পুলিশ। পুরোটাই হবে রিয়েল টাইমে।
সিসিটিভি ফুটেজ থেকেই গাড়ির নম্বর প্লেটও দেখে নেওয়া যাবে। এরপর কেস দেওয়া হবে চালক/আরোহীকে। প্রয়োজনে খবর দেওয়া হবে সেই অঞ্চলে কর্মরত পুলিশকর🌠্মীদের।
আরও পড়ুন : গাড়ি, মোটরসাইকেল চালালে সাবধান! ট্র্যাফিক চালান নিয়ে আছে বড় আপডেট