ভারতে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস সংযুক্ত আরব আমিরশাহীতে মহড়ায় প্রথমবার অংশ✅ নিচ্ছে। শনিবার ভারতের বায়ুসেনার তরফে একথা জানানো হয়েছে। পাঁচটি এলসিএ ও দুটি সি-১৭ গ্লোবমাস্টার এয়ারক্রাফট এই মহড়ায় অংশ নিয়েছে।
শনিবার ভারতীয় বায়ুসেনার ১১০জন যোদ্ধা আল ধাফরা এয়ারবেসে নামেন। Desert Flag 111 মহড়ায় তাঁরা অংশ নিচ্ছেন। ২৭ ফেবಌ্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত এই মহড়া চলবে।
ভারতীয় বায়ুসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের বাইরে এলসিএ তেজস এই প্রথমবার কোনও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিল। এই মহড়ায় আরব আমিরশাহী, ফ্রান্স, কুয়েত, অস্ট্রেলিয়া, ইউকে, বাহারিন, মরক্কো, স্পেন, রিপাবলিক অফ কোরিয়া, আম𒉰েরিকা অংশ নিয়েছে। বিভিন্ন দেশে যে ধরনের বায়ুসেনার কার্যক্রম রয়েছে সেগুলোর মধ্যে পারস্পরিক বিনিময় করা ও সেগুলি সম্পর্কে পরিচিত হওয়ার জন্য়ই এই বিশেষ উদ্যোগ।
গত বছরেও এলসিএ তেজস বিদেশের মাটিতে প্রথমবারের জন্য় বায়ু সেনার মহড়ায় অংশ নিয়েছিল। ২০২২ সালের মাল্টি ন্য়াশানাল এয়ার এক্সারাসাইজে কোবরা ওয়ারিয়র ২২ ব্রিটেনের মাটিতে করার কথা ছিল। গত ৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই মহড়ার আয়োজন করা হয়েছিল। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত এই উদ্যোগকে বাতিল করা হয়। তবে এলসিএ বিদেশের একাধিক এয়ার শোতে তিনি অংশ নিয়েছেন। তবে বিদেশের মাটিতে কোনও দিন ꦺকমব্যাট এক্সারসাইজে অংশ নেয়নি।
এদিকে ভারত বিশ্বাস করে যে এই এয়ারক্রাফটের রফতানির ক্ষেত্রেও বড় সম্ভাবনা রয়েছে। ইতিমধ্য়েই আর্জেন্টিনা ও ইজিপ্টের সঙ্গেও এই বিমান বিক্রি নিয়ে কথাবার্তা কিছুটা হয়েছে। এটা সফল হলে বিশ্বের অন্য়ান্য দেশেও এই যুদ্ধ বিমান বিক্রির 𓆉ব্যাপারে নয়া বাজার খুলে যেতে পারে🧔।
এদিকে ভারত ২০২৫ সালের মধ্য়ে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে চাইছে প্রতিরক্ষা সংক্রান্ত রফতানির মাধ্যমে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেডের কাছে ৪৮,০০০ কোটি টাকার বরাত দিয়েছে। প্রথম এমকে ১এ এ𒁃য়ারক্রাফট আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেলিভারি দেওয়া হবে।
আসলে আত্মনির্ভর ভারতের ধারনা এবার প্রতিরক্ষা ক্ষেত্রে। আগে ভারত বিদেশ থেকে সিংহভ🅘াগ অস🌊্ত্র আমদানি করত। তবে এবার সেই ভারতই বিদেশে অস্ত্র রফতানি করার উদ্যোগ নিচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT A⛄pp ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup