দ্বিতীয় দꦕিনে জীবন বিমা নিগমের (LIC) আইপিওয়ের ১০০ শতাংশই সাবস্ক্রাইব হয়েছে। দেশের সবচে🤡য়ে বড় আইপিও-র দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার।
এখনও এই মেগা আইপিওতে অংশগ্রহণ করার অনেক সুযোগ আছে। সপ্তাহান্তেও সাবস্ক্রিপশনের জন্য ওপেন রাখা হবে। সেই কারণে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সমস্ত ASBA- মনোনীত ব্যাঙ্কের শাখাগুলিকে LIC-এর IPO-র জন্য আবেদন প্রক্রিয়াকরণের সুবিধার্থে রবিবার জনসাধারণের জন্য ❀খ⛦োলা রাখার নির্দেশ দিয়েছে৷
এলআইসি আইপিও-র দ্বিতীয় দিনের সর্বশেষ আপডেট:
> অফারে আছে ১৬,২০,৭৮,০৬৭ টি শেয়ার। তার প্রেক্ষিতে, ১৬,২৫,৩৫,১২৫টি বিড গৃহীত হয়েছে। সন্ধ্য𓂃া ৬.২৪-এর পর্যন্ত স্টক এক্সচেঞ্জের তথ্য এটি।
> সব মিলিয়ে, পলিসি হোল্ডারদের অংশটি তিন গুণের একটু বেশি সাবস্ক্রাইব করা হয়েছে। অন্যদিকে কর্মীদের সংরক্ষিত অংশটি ২.১৪ গুণ সাবস্ক্রা🌊ইব করা হয়েছে।
> যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতা (QIB) এবং অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (NII) অংশটি যদি🅠ও এখন পর্যন্ত একটু কম জনপ্রিয়। অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশে ৪৬% সাবস্ক্রাইব করেছে। যেখানে QIB-এর অংশে ৪০%-এর কিছুটা কম।
> আইপিও ৯ মে ক্লোজ হবে। সরকারের✨ লক্ষ্য বিমা🐻 সংস্থায় তার ৩.৫% অংশীদারিত্ব কমনো। আর তার মাধ্যমে প্রায় ২১,০০০ কোটি টাকা ঢুকবে সরকারের পকেটে।
> LI꧙C IPO মূল্য: ভারত সরকার প্রতি ইক্যুইটি শেয়ারের জন্য LIC IPO-র প্রাইস ব্যান্ড ৯০২ ট☂াকা থেকে ৯৪৯ টাকা স্থির করেছে।
> LIC IPO লটে♔র আকার: এক-🐻একটি লটে ১৫টি শেয়ার থাকবে।
> এলআইসি আইপিও আবেদনের সীমা: সর্বনিম্ন একটি লটের জন্য আবেদন করতে পারবেন। সর্ব⭕োচ্চ ১৪টি লট।
> LIC IPO ব🎉িনিয়োগের সীমꦛা: ন্যূনতম ১৪,২৩৫ টাকা বিনিয়োগ করতে হবে। সর্বাধিক ১,৯৯,২৯০ টাকা বিনিয়োগ করতে পারবেন।