একেবারে জোড়া চমক দিল কেন্দ্রীয় সরকার। একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির খবর। অন্যদিকে দেশের প্রায় সমস্ত এলপিজি গ্রাহকের জন্য এলপিজিতে ভর্তুকি আরও একবছর সম্প্রসারিত করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এবার এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সময়সীমাকে বর্ধিত করল। ক♐েন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সরকার প্রতি এলপিজি সিলিন্ডারে আরও একবছরের জন্য ২০০ টাকা করে ভর্তুকি দেবে। উজ্জ্বল যোজনায় এই সুবিধা পাওয়া যাবে। এতে ১.৬ কোটি পরিবার উপকৃত হবেন। ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। সংবাদ সংস্থা 𓂃সূত্রে খবর।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে রান্নার গ্যাসের উপর ভর্তুকি 🔯আগেই বাড়িয়েছিল কেন্দ্র। গত বছরের মে মাসেই কেন্দ্রীয় সরকার এব্যাপারে ঘোষণা করেছিল। বছরে ১২টি করে সিলিন্ডারে এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে ঘোষণা করা হয়েছিল। মুদ্রাস্ফীতি রুখতে এই ব্যবস্থা নিয়েছিল সরকার। এবার সামনেই লোকসভা ভোট। তার আগে সেই ভর্তুকির সময়সীমা আরও একবছর বর্ধিত করা হল।
এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল, সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে মোট ১২টি সিলিন্ডারে এই ভর্তুকি দেবে বলে জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজন🔥ার সুবিধা যারা পেয়ে থাকে তাদের জন্য🅠 এই সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ। তবে এবার ফের সেই ভর্তুকির সময়সীমা বাড়িয়ে দেওয়া হল।
এদিকে কেন্দ্রের এই ঘোষণা মধ্যবিত্ত কিছুটা হলেও স্বস্তি পাবেন। অনেকেই চিন্তায় ছিলেন কতদিন এই ভর্তুকি তারা পাবেন? কিন্তু এবার তাদের সেই চিন্তা দূর হল অনেকটাই। অনেকেরই গ্য়াস কিনতে চিন্তার শেষ থাকে না। গ্যাসের দাম যেন দিন দিন বাড়ছে। দাবি সাধারণ মানুষের। তবে লোকসভা ভোটের আগে খুশির ঘোষণা সরকারের। অন্তত এক বছরের জন্য কিছুটা হলেও স্বস্তি পা🐻বেন সাধারণ গ্রাহকরা। সেক্ষেত্রে কিছুটা হলেও চিন্তার ভার তাদের কমবে বলে মনে করছেন অনেকেই।