মধ্যপ্রদেশের কাট💎নি এলাকার স্লিমানাবাদে একটি নির্মিয়মান সুড়ঙ্গ ধসে পড়ে শনিবার সন্ধ্যে নাগাদ। সুড়ঙ্গের কাজ চলাকালীন সেখানে ৯ জন শ্রমিক ছিলেন। মুহূর্তে তাঁদের উদ্ধার করতে ময়দানে নামে বিপর্যয় মোকাবিলা দল। আপাতত ৭ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। ২ জন এখনও সুড়ঙ্গের 𝐆মধ্যে আটকে পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে।
নর্মদা ভ্যালি কর্পোরেশনের প্রজেক্টে আচমকাই ধস নামে শনিবারꦺ। রবিবার সাড়ে নয়টা পর্যন্ত খবর এই ধসের জেরে আক্রান্তদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা গিয়েছে। এদিকে, বাকি ২ জন শ্রমিকের উদ্ধারের আশায় বুক বাঁধছে স্লিমানাবাদ। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে ৬২ কিলোমিটার দূরে অবস্থিত স্লিমানাবাদ। ব্রিটিশ আমলে উইলিয়ান স্লিম্যানের নামে এই এলাকা নামাঙ্কিত হয়। শোনা যায় এই স্লিম্যানই এলাকা থেকে ঠগিদের দূর করেছিলেন। এই স্লিমানাবাদেই চলছিল বার্গি ক্যানেল প্রজেক্ট। আর সেখানে কর্মরত অবস্থাতেই শনিবার সন্ধ্যে নাগাদ ধসের জেরে বিপন্ন হয়েছেন ৯ জন শ্রমিক।
সুড়ঙ্গের ভগ্নাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে ৭ জনকে। মধ্যপ্রদেশের চিফ সেক্রেটারি রাজেশ রজোরা একথা জানিয়েছেন। বাকিদেরও উদ্ধারের কাজে গতি আনা হচ্ছে। উদ্ধা🧸রে নেমেছে স্টেট ইমার্জেন্সি ডিজাস্টার রেসপন্স ফোর্স। জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকরা উদ্ধারকারীদের ডাকে সাড়া দিচ্ছেন। ফলে আপাতত অপেক্ষা ওই শ্রমিকদের উদ্ধারের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কথা বলেছেন কাটনি এলাকার কালেক্টরের সঙ্গে।