ইতালির জনপ্রিয় টুরিস্ট স্পট ইশকিয়াতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে গিয়েছে। প্রবল বৃষ্টিপাতের জন্য এই ভূমিধসের ঘটনা ঘটে বলে সেদেশের সরকার জানিয়েছে। এদিকে, এই ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সঠিক সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নিখো🗹ঁজ ১০ জন। ইতালির মন্ত্রী মাতেও সালভিনি একথা জানিয়েছেন।
মোট ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে। এঁদের মধ্যে রয়েছেন একজন মহিলা। ইতালি প্রশাসন জানিয়েছে, ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখো♛ঁজের সংখ্যাটাও ক্রমেই বাড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যে দেখা গিয়েছে, একটি বাড়িকে ভূমিধস কার্যত ঘিরে ফেলে। সেখান থেকে ভিতরে থাকা সকলকে উদ্ধার কাজ বেশ চ্যালেঞ্জের ঘটনা বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে স্থানীয় সময় ভোরবেলা এই ঘটনা ঘটে গিয়ছে।
জানা গিয়েছে, যেখানে এই ভূমিধস হয়েছে, তার কাছেই থাকত এক পরিবার। সেখানে সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন এক ব্যক্তি। তাঁদের প্রথম থেকেই ভূমিধসের পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে ওই পরিবা🐠রপ সমেত আশপাশের মানুষের খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভবে ১৩ জন নিখোঁজের পর ২ জনকে ও পরে ১ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে বাকিদের খোঁজে তল্লাশি চলছে।