করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ যেতে না যেতেই তৃতীয় ঢেউ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে আগেভাগেই প্রস্তুতি নিতে চ🃏াইছে কেন্দ্র। আর এই কারণে ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনা করছে মোদী সরকার। জানা গিয়েছে কেন্দ্র নিজে গ্যারান্টার হয়ে এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কেনার জন্যে ঋণ দেবে বিভিন্ন সংস্থাকে।
এর জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির নগদ প্রবাহ বাড়াতে ৫০০ বিলিয়ন টাকা ছেড়েছে। ২০২২ সালের মার্চ পর্যন্ত স্বাস্থ্য খাতে ঋণ দেওয়ার লক্ষ্যে এই টাকা ব্যাঙ্কগুলিকে দিয়েছে আরবিআই। এর আগে গতমাসে হাসপাতাল এবং এয়ারলাইন্স শিল্পের জন্যে ৪২ বিলিয়ন ডলার পর☂িমাণের একটি জরুরি ভিত্তিক ক্রেডিট প্রোগ্রাম চালুর ঘোষণা করেছিল।
উল্লেখ্য, বুধবারই একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী করোনা অতিমারীর পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলেন। প্রধানমন্ꦛত্রী মোদী বলেন, 'গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হয়েছি। এখনও সেসব শেষ হয়নি ৷ বাধা-বিপত্তি এখনও কাটেনি।'
বুধবার মোদীর বক্তব্যে উঠে আসে দেশের স্বাস্থ্য পরিকা♔ঠামো ও অর্থনীতির কথা। মোদী জানান, করোনা পরবর্তী সময় ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে। সেই লক্ষ্যেই এবার ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট ইনসেন্টিভ দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। এদিকে স্বাস্থ্য পরিকাঠামো ছাড়া অর্থনীতি নিয়েও মতামত প্রকাশ করেন মোদী। তিনি দাবি করেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। একমাত্র তবেই করোনার ক্ষত সামলে এগিয়ে চলা সম্ভব হবে।