দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওকে নিয়ে লেখা 'দ্য কোয়ান্টেশ🔯িনশিয়াল রেবেল' বইটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলুগু সাংবাদিক এ কৃষ্ণ রাওয়ের লেখা এই বইটির উদ্বোধনী পর্বে যোগ দিয়ে মোদী এদিন ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কংগ্রেসকে আক্রমণ করেন।
কংগ্রেসের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নরিংসহ রাওয়ের সময়কালে তাঁর শাসনপদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা রয়েছে বইটিতে। আর বইটির উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস শুধু একটি পরিবারের মহিমাতেই বিশ্বাসী, তারা ভুলে গিয়েছে দলেরই ক প্রাক্তন সদস্য তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের কথা। মোদী নিজের বক্তব্যে বলেন, 'আধুনিক ভারত তৈরিতে বড়সড় ভূমিকা পালন করেছেন নরসিংহ রাও। তিনি কংগ্রেসের সমস্ত সিদ্ধান্তের নেপথ্যে একটি বড় ভূমিকা পালন করেছেন। পার্টির নেতৃত্ব তাঁর সেবাকে ছাপিয়ে শুধু একট পরিবারকে মহিমান্বিত করতে বিশ্বাসী।' বাইরে আগুনের লেলিহান শিখা, আচমকা থেমে গেল ট্রেন! দাবানলের মাঝে 🃏কী ঘটল?
উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রীদের দ্বারা অর্জিত বিভিন্ন কীর্তির সমাহার রয়েছে দিল্লির তিনমূর্তি ভবনে। নেহরু মেমোরিয়াল লাইব্রেরিতে সেই মিউজিয়ামের উল্লেখ এদিন আলাদা করে করেন নরেন্দ্র মোদী।👍 তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীদের সমস্ত অর্জিত কীর্তি সেখানে𓃲 সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, নরসিংহ রাওকে নিয়ে এর আগেও কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি মোদী। 'মন কি বাত' অনুষ্ঠানে পিভি নরসিংহ রাওয়ের জন্ম দিবসেও মোদী বলেছিলেন, 'এই দিনেই তাঁর জন্ম শতবার্ষিকীর সূচনা। যিনি খুব কঠিন পরিস্থিতিতে দেশের নেতৃত্ব দিয়েছিলেন' ।