নেহা এলএম ত্রিপাঠি
সামনেই শীতকাল আসছে। এই সময় বেড়ানোর প্রবণতা বাড়তে থাকে ক্রমশ। আর এই শীতের মরশুমে এবার আন্তর্জাতিক রুটে বিমানের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যেই ২৯ অক্টোবর থেকে এই বিমান বৃদ্ধি হতে শুরু করেছে। আগামী ৩০ মার্চ ২০২৪ পর্যন্ত এই ব্যবস্থা কার্যকরী হবে। অন্তত ১০ শতাংশ শীতকালীন বিমান বৃদ্ধি পাচ্ছে এবার। ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন মঙ্🌞গলবার একথা জানিয়েছে।
ডিজিসিএ জানিয়েছে, সব মিলিয়ে প্রতি সপ্তাহে ২৩৩৬টি বাড়তি বিমান ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের ২🔯৩টি ব💫িমানবন্দর থেকে এই ব্যবস্থা কার্যকরী থাকবে।
বিমান বন্দরের নিয়ন্ত্রক সংস🍌্থা জানিয়েছে, গত শীতকালে ৭৫টꩵি বিমান সংস্থা তাদের বিমান চালিয়েছিল।। এবার অন্তত ৮০টি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিমান চালানোর ব্যাপারে আবেদন করেছিল।
গতবার ভারত থেকে বিদেশের ৪৭টি দেশে সরাসরি বিমান যোগাযোগ থাকত। তবে এবার সেটা বেড়ে ৫০টি দেশে করা হয়েছে। তার মধ্যে মূল যে দেশগুলি থ𓂃াকছে সেগুলি হল, অস্ট্রেলিয়া, আজেরবাইজান, বাহরিন, বাংলাদেশ, বেলারুশ, ভূটান, কানাডা, ইজিপ্ট, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইজরায়েল,ইতালি, জাপান, কাজাকিস্তান, মালয়েশিয়া, মলদ্বীপ, মরিশাস, মায়ানমার, নেপাল,নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, রাওয়ান্ডা, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, তুর্কি, সংযুক্ত আরব আমিরশাহি, ইংল্যান্ড, আমেরিকা ও ভিয়েতনাম।
আর ২৩টি ভারতীয় শহর যেখান থেকে বিদেশ সরাসরি ফ্লাইট থাকছে। সেগুলি হল আম🧜েদাবাদ, অমৃতসর, বাগডোগরা, বেঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, দিল্লি, গয়া, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, লখনউ, মাদুরাই মুম্বই, নাগপুর, ত্রিবান্দম, ত্রিচি, বারানসী, বিশাখাপত্তনম।
ডিজিসিএ জানিয়েছেꦫ, এবারের শীতে সাতটি বিমান সংস্থা ভারতে বিমান যোগাযোগ ব্যবস্থা নতুন করে জারি করবে। সেগুলি হল, নাইজেরিয়ার এয়ার পিস লিমিটেড, ইন্দোনেশিয়ার বাতিক এয়ার, বেলারুসের বেলাভিয়া, ইজরায়েলের এল আল, ইতালির আইটিএ এয়ারওয়েজ, নিও স্পা, থাইল্যান্ডের নোক এয়ার ও উগান্ডার এয়ারলাইন্স থাকছে।