বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তন ঘটতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। দাবি করা হচ্ছে, আওয়ামি লিগকে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ফেরাতে নাকি উঠে পড়ে লেগেছে সেই দেশের সেনা। এই দাবি করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ স্বয়ং। এরই মাঝে আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস জানিয়েছেন, আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে না তাঁর সরকার। এহেন পরিস্থিতিতে ছাত্র নেতারাই এবার ইউনুসের নিন্দায় সরব হয়েছেন। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্যে ইউনুসের সরকার নাকি আবেদন জানিয়েছে দিল্লির কাছে। তবে বিদেশ মন্ত্রক এই নিয়ে ইতিবাচক কোনও ইঙ্গিত এখনও দেয়নি। আর এই সব মিলিয়ে বেশ বিপাকেই পড়েছেন ইউনুস। আর তাঁকে নিয়ে তাই কটাক্ষ ভরা ফেসবুক পোস্ট করলেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। (আরও পড়ুন: বাংলা🍎দেশ সেনার সঙ্গে গোপন বৈঠকে ধমক 'বিপ্লবী' হাসনাতকে! কী কী বলা হল তাঁকে?)
আরও পড়ুন: আওয়ামি লিগকে ফেরাবে সেনাবাহিনীই? ২৬ মার্চের আগেই খেলা ঘোরার ইঙ্গিত বা🐲ংলাদেশে
আজ এক ফেসবুক পোস্টে দীপাঞ্জন চক্রবর্তী লেখেন, 'ওপারে কি বড় কিছু হতে চলেছে! ইউনুস চাচার লুঙ্গি নিয়ে নাকি টানাটানি পড়তে চলেছে? সর্বশেষ খবর অনুযায়ী লুঙ্গি আর কিছু দিন রয়ে গেল, তবে যেতে হবেই, বেশি দিন নেই আর...' প্রসঙ্গত, ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের জন্যে দিল্লির কাছে আবেদন জানিয়েছিল ঢাকা। তবে আজ এই নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই বিষয়টি নিয়ে এই মুহূর্ত দিয়ে নতুন কোনও তথ্য প্রদান করার নেই।' এর আগে ২০২৪ সালে নিউইয়র্কেও মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে বিফল হয়েছিলেন ইউনুস। তবে সম্প্রতি তিনি আবার দাবি করেছিলেন, তিনি নাকি সরকার গঠনের পরপরই মোদীর সঙ্গে ‘কথা বলেছিলেন’। (আরও পড়ুন: বাংলাদেশে হচ্ছেটা কী? রাজনৈতিক 🐼পট পরিবর্তনে এবার ইউনুসের নিন্দায় সরব নাহিদ ইসলাম)
এদিকে আওয়ামি লিগ নিয়ে ইউনুসের মন্তব্যের বিরোধিতায় ঢাকার রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে। একদিকে ♒হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন, অন্যদিকে এনসিপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে তারা অনড়। এহেন পরিস্থিতিতে আবার সেনা নাকি হস্তক্ষেপ কর🗹ছে। হাসনাতের দাবি অনুযায়ী, সেনা চাইছে 'রিফাইন্ড আওয়ামি লিগকে' বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। এই সব মিলিয়ে ইউনুস যেন এখন কাঁটার সিংহাসনে বসে আছেন।