১০ বছর বয়সী বোনঝির অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের চুনাভাটি পুলিশ সোমবার তার মাসির বিরুদ্ধে এফআইআর করেছে। কিশোরীর অভিযোগ, তার মাসি মাঝেমধ্যেই তাকে মারধর করে। বাড়ির কাজকর্ম না করলে তাকে খেতে দেয় না মাসি। এমনকಌী মাসি এতটাই নিষ্ঠুর যে ওই কিশোরীর অভিযোগ একদিন সে খেতে চেয়েছিল। তখন মাসি তাকে পা চাটতে বলেছিল।
সূত্রের খবর, কয়েক বছর আগে ওই কিশোরী তার বাবা মাকে হারিয়েছিল। এর♔পর বছরখানেক ধরে সে মাসির কাছে থাকে। সে ক্লাস ফোরে পড়ে। এদিকে তার হাতে আঘাতের চিহ্ন দেখে তার শিক্ষিকা তার কাছ থেকে জানতে চেয়েছিলেন। তখন সে জানিয়ে দেয় মাসি তাকে প্রচন্ড মারধর করে।
এরপর শিক্ষিকা পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তের পরে পু🐷লিশ ওই শিশুকে শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেয়।
শিশুটির অভিযোগ, মাসি ফ্রিজ থেকে পচা খাবার খেতে দিত। স্কুল যাওয়ার আগে বাড়ির সব কাজ তাকে করতে হত। বাড়ির জামাকাপড়ও তাকে ধুতে হত। কাজ না করলে বেলন দিয়ে ꦗতাকে মারধর করত মাসি। মাঝেমধ্🎉যে দিনে একবার করে খেতে দিতেন মাসি। একদিন বাড়তি ক্লাসের জন্য দেরি করে বাড়ি ফেরায় মাসি প্রচন্ড মারধর করে।
শিশুর অভিযোগ মাঝেমধ্যেই মাসির পা টিপে দিতে হত। একবার খুব খিদে⛦ পেয়েছিল। মাসির কাছে খেতে চেয়েছ🍨িলাম। মাসি তখন তার পা চাটিয়েছিল আমায় দিয়ে।
পুলিশ জানিয়েছে, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ত🌌ার কথার সত্যতা যাচাই করা হচ্ছে। পুলিশ জানিয়েছে কিশোরীর কথার মধ্যে কিছু পরস্পরবিরোধী কথা রয়েছে। সেকারণে সব দিক যাচাই করা হচ্ছে।