রিপাবলি🏅ক টিꦜভি চ্যানেল-এর মালিক সংস্থা এআরজি আউটলায়ার মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং ওই চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে বম্বে হাই কোর্টে ভুয়ো অভিযোগ তোলার অভিযোগ করলেন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং।
তাঁর দা🎐বি, রিপাবলিক টিভিꦰ ও তার প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর যাবতীয় অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এমনকি, তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশের তদন্তের খবরও অসত্য বলে দাবি করেছেন কমিশনার।
অবৈধ উপায়ে টিআরপি বৃদ্ধি মামলায় মু✱ম্বই পুল꧅িশের অপরাধ দমন শাখার দায়ের করা এফআইআর বাতিল করার জন্য পালটা অভিযোগ করে আউটলায়ার মিডিয়া ও অর্ণব।
অন্য দিকে, হংসা রিসার্চ গ্রুপ-এর বিরুদ্ধে দায়ের করা পালটা আবেদনে মুম্বই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের সহকারী কমিশনারের (ডি স্পেশ্যাল) জানিয়েছেন, ওই সংꦛস্থার জমা দেওয়া আগের আবেদনটি নিজেদের কাঠগড়ায় তোলা রুখতেই করা হয়েছিল। সেই সঙ্গে, হংসাগ্রুপ ও টিভিচ্যানেলগুলির মধ্যে অবৈধ যোগসাজশের বিরু🧸দ্ধে তদন্তে বাধা সৃষ্টি করতেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আবেদনকারী সংস্থা, এমন অভিযোগও তিনি করেছেন।
দুটি আবেౠদন ও পালটা আবেদনই গত ২৫ জানুয়ারি বিচারপতি এস 🌱এস শিন্ডে ও বিচারপতি মণীশ পান্ডেকে নিয়ে গঠিত বম্বে হাইকোর্টের বেঞ্চে জমা দিয়েছেন রাজ্য সরকার ও মুম্বই পুলিশের আইনজীবী কপিল সিবাল।
নিজের আবেদনে মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং জানিয়েছেন, ২০২০ সালের ৮ অক্টোবর সাংবাদিক বৈঠকে💜 তিনি অবৈধ টিআরপি মামলা সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করলেও তা পূর্ণাঙ্গ তদন্ত সম্পূর্ণ হওয়া এবং BARC-এর রিপোর্টে তিন টিভি চ্যানেলের বিরুদ্ধে ঘুষ দিয়ে টিআরপি বৃদ্ধির কথা জানার পরেই করেছেন।
অন্য দিকে, ক্রাইম ব্রাঞ্চের সহ🍨কারী কমিশনার তাঁর পালটা আবেদনে জানিয়েছেন, হংসা গ্রুপের জমা দেওয়া আবেদনে তদন্তভার সিবিআই-কে দেওয়ার আর্জি নিশ্চিত ভাবে ꦕঅসৎ উদ্দেশে করা হয়েছে। বলা হয়েছে, অভিযোগকারী বা তথ্য সরবারহকারীর অনুসন্ধান সংস্থা বেছে নেওয়ার অথবা অন্য কোনও গোয়েন্দা সংস্থার দ্বারস্থ হওয়ার অধিকার নেই।
দ🌠ুটি আবেদনই আ💞গামী ১২ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।