আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আসন সমঝোতা প্রায় (আপাতত ২৭০ আসন💎ে) সেরে ফেলল মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) জোট। প্রত্যাশা মতো এদিনই সংশ্লিষ্ট আসনগুলিতে কোন রাজনৈতিক দল প্রার্থী দেবে, তা ঘোষণা করল তারা।
যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, সেই অনুসারে, জোটের অন্তর্ভুক্ত প্রধান তিনটি দল, অর্থাৎ - কংগ্রেস, শরদ পাওয়ারের নেতৃত🍎্বাধীন এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনা - ৮৫টি করে আসনে লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পটোলে জানিয়েছেন, এখনও পর♉্যন্ত মোট ২৭০টি আসন নিয়ে সমঝোতা হয়ে গিয়েছে। এই আলোচনায় জোটের অপর সঙ্গী সমাজবাদী পার্টিও ছিল বলে জানিয়েছেন তিনি।
তℱবে, ১৮টি আসনে কোꦚন দল প্রার্থী দেবে, তা এখনও স্থির হয়নি। যদিও পটোলে জানিয়েছেন, বৃহস্পতিবার ওই ১৮টি আসনেও প্রার্থী চূড়ান্ত যাবে।
প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি ৮৫-৮৫-৮৫ ফরমুলায় (প্রধান তিন দলের প্রত্যেকটিই লড়বে ৮৫টি করে আসনে) আসন ভাগাভাগি করে নেব। আর বাকি ১৮টি আসন নিয়ে এখনও আমাদের জোটসঙ্গীদের সঙ্গে কথা চলছে। কালকের মধ্য়েই সবটা স্পষ্ট হয়ে যাবে। মহা বিকাশ আঘাড়ি জোট মিলিতভাবেই সিদꦇ্ধান্ত গ্রহণ করবে।'
সূত্রের খবর, মঙ্গলবারই আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল এমভিএ-র তরফে। তবে, তার আগে গত প্রায় এক সপ্তাহ ধরꦺে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পটোলে এবং উদ্ধবপন্থী শিব সেনা নেতা সঞ্জয় রাউতের মধ্য়ে বহুবার আলাপ-আলোচনা হয়েছে।
শোনা যাচ্ছে, আসন সমঝোতা নিয়ে প্রাথমিকভাবে মহা বিকাশ আঘাড়ির মধ্যে ভালোই ঝামেলা চল𝔉ছিল। সেই অশা💫ন্তি মেটাতে এবং যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগি করতে আসরে নামানো হয় কংগ্রেস নেতা তথা বিধায়ক বালাসাহেব থোরাটকে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নিজে তাঁকে এই গুরুদায়িত্ব দেন। মৃদুভাষী হিসাবে পরিচিত বালাসাহেবের হস্তক্ষেপের পরই আ✤সন ভাগাভাগি নিয়ে জটিলতা কাটে। এবং মঙ্গলবারই আলোচনা ইতিবাচক পথে অনেকটা এগিয়ে যায়।
উল্লেখ্য মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন রয়েছে ২৮৮টি। আগামী ২০ নভেম্বর এই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ প্রক্রিয়া সারা হবে। তার জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ২৮৮টি আসনে নির্বাচনে♋র ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৩ নভেম্বর।
প্রসঙ্গত, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র বিজেপি জিতেছিল ১০৫ট💖ি আসন। শিব সেনা ও 🐻কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ৫৬টি এবং ৪৪টি আসন।
তারও পাঁচ বছর আগে💯, অর্থাৎ - ২০১৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিব সেনা এবং কংগ্রেস যথাক্রমে - ১২২টি, ৬৩টি এবং ৪২টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল।