সদ্য বি আর আম্বেদকরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেন তামিল সঙ্গীতবিদ ইলিয়ারাজা। তাঁর বক্তব্যে বারবার উঠে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তূতি। এরপরই প্রবল ক্ষোভ🎃ের মুখে পড়েন ডিএমকে শাসিত তামিলনাড়ুর এই জ🌠গদ্বিখ্যাত সঙ্গীত পরিচালক তথা শিল্পী। বিষয়টি নিয়ে মুখ খুলে বিজেপি প্রধান জেপি নাড্ডা বলেন, তামিলনাড়ুতে 'শাসকদলের প্রতি অনুগত'দের দ্বারাই মৌখিক হেনস্থার শিকার হচ্ছেন ইলিয়ারাজা।
'এটা কি গণতন্ত্র?' ইলিয়ারাজা ইস্যতে এই প্রশ্ন তুলে সরব হয়েছেন জেপি নাড্ডা। এক বক্তব্যে তিনি বলেন, 'মতের পার্থক্য থাকতে পারে, তার সহাবস্থান প্রয়োজন তবে তা নিয়ে অপমান কেন?' এদিকে ইলিয়ারাজাকে নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, তারই প্রেক্ষাপটে উঠে আসছে সদ্য সঙ্গীত পরিচালক এ আর রহমানের মন্তব্য। অস্কার বিজয়ী রহমান, অমিত শাহের হিন্দি ভাষা নিয়ে করা মন্তব্যের পরই বলেন, তামিল হওয়া উচিত এই দেশের 'লিঙ্ক ল্যাঙ্গুয়েজ'। যা নিয়েও বিতর্ক কম হয়নি। এদিকে,'সঙ্গীতের সন্ন্যাসী' হিসাবে পরিচিত ইলিয়ারাজার মোদী স্তূতির পরই কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরম এক টুইটে লেখেন, '... আম্বেদকরের সমাজ সংস্কারের সঙ্গে একাবারেই ভিন্ন মোদীর বিষ যা সমাজে যুক্ত করা হয়েছে।' আরও পড়ুন-হু হু করে বাড়ছে কোভিড! মাস্ক পরা নিয়ে কোন ক♊ড়া বিধির নির্দেশ এই মুখ্যমন্ত্রীর?
এদিকে, ইলিয়ারাজার পরিবারকেও এই বিতর্কের মধ্যে আনা হয়েছে। উল্লেখ্য, ইলিয়ারাজার ছোট ভাই গঙ্গাই আমারন সদ্য ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। সেই সূত্র ধরে ইলিয়ারাজার সমালোচনায় নেমেছেন অনেকে। উল্লেখ্য, সদ্য প্রকাশিত এক বইতে ইলিয়ারাজা তুলনা করেন আম্বেদকরের সঙ্গে মোদীর। বইয়ের মুখবন্ধে ইলিয়ারাজা লিখেছেন, 'বইটি ডাঃ বিআর-এর ব্যক্তিত্বের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কিছু আকর্ষণীয় সমান্তরালও তুলে এনেছে। এই উভয় ব্যক্তিত্ব🎐ই সমাজের সামাজিকভাবে দুর্বল অংশের মানুষ যে প্রতিকূলতার মুখোমুখি হন, তার বিরুদ্ধে সফল হয়েছেন।'