মন কি বাতের ১১১তম পর্বে ভাষণ দিতে গিয়ে নির্বাচন থেকে শুরু করে অলিম্পিক নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে তিনি ভারতীয় ভোটারদের গণতান্ত্রে জনগণের অটুট আস্থা রাখায় প্রশংসায় ভিয়ে দিলেন। আবার আসন্ন অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সমর্থনের জন্যে আবেদন জানালেন মোদী। এর আগে গতকাল টি২০ বিশ্বকাপে জয়ের পরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর রবিবার অলিম্পিক নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন মোদী। (আরও পড়ুন: নিয়মে ಞবড় বদল, বাড়বে সরকারি কর্মীদের 'ইন হ্যান্ড স্যালারি', মিলবে এককালীন টাকা)
আরও পড়ুন: ITR ডেডলাইন, SBI-ICICI ক্রেডিট 𒆙কার্ড... জুন শেষে পরিবর্তন ঘটছে এই ৫ নিয়মে
আজ প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আগামী মাসে এই সময়েই প্যারিস অলিম্পিক শুরু হতে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সকলেই অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য অপেক্ষা করে থাকবেন। আমি ভারতীয় দলকে অলিম্পিক গেমসের জন্য শুভকামনা জানাই। টোকিয়ো অলিম্পিকে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছিল। টোকিয়ো অলিম্পিকের পর থেকে আমাদের খেলোয়াড়রা প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আমরা যদি সব খেলোয়াড়দের পরিসংখ্যান দেখি, তারা প্রায় ৯০০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এই সময়কালে।' (আরও পড়ুন: এবার সরাসরি 'ছাঁটাই' করা হবে সরকারি কর্মীদের? বিস্ফ🅠োরক নির্দেশিকায় কড়া সরকার)
আরও পড়ুন: বাংলায় বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়, সরকারি কর্মীদের পদক্ষে🍎পে চাপে পড়বেন মমতা?
এদিকে অলিম্পিক ছাড়াও সদ্য সমাপ্ত༒ হওয়া নির্🔯বাচন নিয়েও কথা বলেন মোদী। আজ প্রধানমন্ত্রী বলেন, 'আমি বলেছিলাম যে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে আমি অবশ্যই আসব এবং আজ আমি আপনাদের সবার মাঝে আছি। আজ আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অটল বিশ্বাস রেখেছেন। ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয়নি। এই নির্বাচনে ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন।'
এদিকে আজকের অনুষ্ঠানে গাছ লাগানোর জন্যে উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আর সেই গাছ নিজের মায়ের নামে লাগানোর পরামর্শ দেন মোদী। তিনি বলেন, 'পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক মায়ের সঙ্গে। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি। একজন মা প্রতিটি দুঃখ সহ্য করেও তার সন্তানকে লালন-পালন করেন। প্রতিটি মা তার সন্তানের প্রতি স্নেহ-মমতা পোষণ করেন। আমাদের জন্মদাত্রী মায়ের এই ভালোবাসা আমাদের সবার ঋণের মতো যা কেউ শোধ করতে পারবে না। তাই মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ꦡের নামে একটি গাছও লাগিয়েছি। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সর্বোচ্চ। মাতৃভূমিরও যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো আমাদের যত্ন নিন। আর তাই আমি সমস্ত দেশবাসী এবং বিশ্বের সমস্ত দেশের মানুষকে তাদের মায়ের সঙ্গে বা তাঁর নামে একটি গাছ লাগাতে আবেদন করেছি। মায়ের স্মরণে বা তাঁর সম্মানে বৃক্ষরোপণের অভিযান দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত। ধনী-গরিব, কর্মজীবী নারী বা গৃহবধূ সবাই মায়ের জন্য গাছ লাগাচ্ছেন। এই ক্যাম্পেনটি প্রত্যেককে তাদের মায়ের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করার সমান সুযোগ দিয়েছে।'
এদিকে 'হুল দিবস' উপলক্ষে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'আজ ৩০ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের আদিবাসী ভাই-বোনেরা এই দিনটিকে ‘হুল দিবস’ হিসেবে পালন করে। এই দিনটি সিধু-কানহুর অদম্য সাহসের সঙ্গে জড়িত, যারা বিদেশি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলেন। সিধু-কানহু হাজার হাজার সাঁওতালি মানুষকে একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণায় আমাদের আদিবাসী ভাই-বোনেরা বিদেশি শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল।' এদিকে জুন মাসে উদযাপিত যোগ দি✨বস নিয়েও কথা বলেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, 'এই মাসে সারা বিশ্ব দশম যোগ দিবস পূর্ণ উৎসাহের সঙ্গে উদযাপন করেছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে আমি নিজে অংশ নিয়েছিলাম। কাশ্মীরে যুবকদের সঙ্গে মা-বোনরাও যোগ দিবসে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল। যোগ দিবস উদযাপন যতই এগিয়ে চলেছে, ততই নতুন রেকর্ড তৈরি হচ্ছে।'