এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলরামপুরে ৯,৮০০ কোটি টাকা খরচে সরয়ূ খাল জাতীয় প্রকল্পের উদ্বোধন করেন। স𓆉েখানেই তিনি জেনারেল বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জ্ঞাপন করে দাবি করেন, দেশ দুঃখে আছে ঠিকই, তবে দেশ এগিয়ে যাবে। এদিন কপ্টার ক্র্যাশে আহত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের সুস্থতার প্রার্থনাও করেন প্রধানমন্ত্🎶রী নরেন্দ্র মোদী।
এদিন মোদী বলেন, ‘উত্তরপ্রদেশের ছেলে দেওরিয়ার বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের জীবন বাঁচ🧔াতে কঠোর পরিশ্রম করছেন চিকিৎসকরা। আমি মা পাটেশ্বরীর কাছে তার জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করি। জাতি আজ বরুণ সিং জির পরিবারের সঙ্গে, আমরা হারিয়েছি সেই বীরদের পরিবারের সঙ্গে।’
কপ্টার ক্র্যাশে নিহত সেনাকর্মীদের নিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমি শ্রদ্ধা জানাচ🌸্ছি দেশের সেই বীর যোদ্ধাদের যারা ৮ ডিসেম্বর হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যুবরণ করেন। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু প্রতিটি ভারতীয়, প্রতিটি দেশপ্রেমীর জন্য একটি বড় ক্ষতি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জেনারেল বিপিন রাওয়াত সেনাবাহিনীকে স্বনির্ভর করার জন্য যে কঠোর পরিশ্রম করেছিলেন। দেশ তাঁর পরিশ্রমের সাক্ষী। বিপিন রাওয়াত যেখানেই থাকুন না কেন তিনি তাঁর দেশ ভারতকে আগামী দিনে নতুন সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে য♓েতে দেখবেন। ভারত শোকাহত, কিন্তু কষ্ট সহ্য করার পরে আমর꧂া আমাদের কাজের গতি বা অগ্রগতি থামতে দেব না।’
এদিন অযোধ্যা আবেগ উস্কে&nbs🌊p𝄹;তিনি আরও বলেন,‘যখনই আমরা অযোধ্যার রাম মন্দিরের কথা বলব, তখন বলরামপুর রাজ্যের মহারাজা পাটেশ্বরী প্রসাদ সিং সাহেবের অবদানের কথা বলা হবে। বলরামপুরের লোকেরা মনিষী, তারা নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ীর রূপে ২ জন ভারতরত্ন দিয়েছেন।’