আত্মহত্যার চেষ্টা, প্রস্তাবনা পাস, পুষ্পবর্ষণ - শুক্রবার পরপর নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল এনসিপি। শুক্রবার সকালে এক এনসিপি কর্মী নিজের গায়ে কেরোস়িন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। যে ঘটনার কিছুক্ষণের মধ্যেই এনসিপির কোর কমিটির বৈঠকে শরদ পাওয়ারের ইস্তফা☂পত্র গ্রহণ না করে একটি প্র🌜স্তাবনা পাস করা হয়। যিনি দিনকয়েক আগেই এনসিপির শীর্ষপদ থেকে ইস্তফা দেন। কিন্তু তিনি যাতে এনসিপিকে নেতৃত্ব প্রদান করে যেতে থাকেন, সেই আর্জি জানানো হয়। তারপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন এনসিপি কর্মীরা। হয় পুষ্পবর্ষণ। তবে তাতে কোনও লাভ হয়নি। কারণ ইস্তফাপত্র ফিরিয়ে নেননি পাওয়ার। বরং নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
এনসিপির সুপ্রিমোর𝓰 পদ থেকে পাওয়ারের ইস্তফার পর দলের পরবর্তী সভাপতি বেছে নিতে আজ সকালে বৈঠকে বসেন কোর কমিটির সদস্যরা। যে বৈঠকের জন্য মুম্বইয়ে এনসিপির কার্যালয়ে ঢুকতে দেখা যায় প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার, সুপ্রিয়া সুলেদের। বৈঠকের মধ্যেই এনসিপি কর্মী-সমর্থকরা পাওয়ারের পক্ষে স্লোগান তুলতে থাকেন। শরদ যাতে দলের নেতৃত্ব দিতে থাকেন, সেই দাবি তুলতে থাকেন। তাঁদের সেই মনস্কামনাও পূরণ হয়।
সেই বৈঠক শেষ হওয়ার পর প্রফুল্ল বলেন, 'দলের সভাপতি পদ ছাড়তে চেয়ে নিজেরಌ ইচ্ছাপ্রকাশ করেছেন মিস্টার পাওয়ার। আমরা সর্বসম্মতভাবে সেই ইস্তফাপত্র খারিজ করে🌸 দিচ্ছি। দলের সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাঁকে আর্জি জানাব আমরা।'
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল আরও জানা𒁏ন, পাওয়ার যাতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন, সেজন্য দেশের বিভিন্ন প্রান্তের নেতাদের ফোন আসছিল। তিনি বলেন, 'জেলায়-জেলায় আমাদের দলের কর্মী-সমর্থকদের আবেগ দেখেছি। উনি (পাওয়ার) যেন দলের সভাপতি পদ ইস্তফা না দেন, সেই আর্জি জানিয়েছেন সকলে।'
আরও পড়ুন: Sharad Pawar resigns: ‘আমি সরে যাচ্ছি’, NCP স🎃ভাপতি পদ থেকে ইস্তফা শরদ পাওয়ারের
সেই ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়েন এনসিপি 💝কর্মী-সমর্থকরা। মুম্বইয়ে এনসিপির দফতরে কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে করতে থাকেন। শুরু হয় পুষ্পবর্ষণ। যদিও সেই সিদ্ধান্ত থেকে এখনও পিছু হটেননি পাওয়ার। তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের আর্জি জানিয়ে পাওয়ারের বাসভবনে যান এনসিপির কোর কমিটির নেতারা। পাওয়ারের সঙ্গে তাঁদের কথা বলতে দেখা গিয়েছে। পাওয়ার শুধু জানিয়েছেন যে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাং🍎লায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )