নিট ইউজি পরীক্ষা ২০২৪ সালের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই তা ঘিরে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে। তারই মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এক পরীক্ষার্থীর মার্কশিট (পোস্টে ভাইরাল হওয়া মার্কশিটের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমജস বাংলা)। সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে এই মার্কশিট ভাইরাল হয়েছে। সেই মার্কশিটে দেখা যাচ্ছে, নিট ইউজি পরীক্ষায় ৭২০ এর মধ্যে ওই পরীক্ষার্থী পেয়েছেন ৭০৫, তবে ওই পরীক্ষার্থী দ্বাদশের রসায়ন ও পদার্থবিদ্যায় অকৃতকার্য হয়েছেন। দ্বাদশ শ্রেণির ফিজিক্স (পদার্থবিদ্যা) থিওরি পেপারে তিনি ১০০ এ ২১ ও কেমিস্ট্রি (রসায়ন) থিওরি পেপারে পেয়েছেন ৩১ নম্বর। এই দুই মার্কশিট সোশ্যাল মিডিয়ায় আসতেই ফের একবার নিট পরীক্ষার ফলাফল ঘিরে বিতর্কে উস্কানি এসেছে।
যে মার্কশিট ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০২৪ নিট ইউজি পরীক্ষায় ওই পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৭২০ এর মধ্যে ৭০৫। সেদিক থেকে নিট ইউজি পরীক্ষায় তাঁর পার্সেন্টাইল রসায়ন পেপারে ৯৯.৮৬১, আর পদার্থবিদ্যাಞর পেপারে পার্সেন্টাইল ৯৯.৮৯০৩। এদিকে, সেই একই পরীক্ষার্থীর দ্বাদশ শ্রেণির পরীক্ষার মার্কশিটও সামনে এসেছে। ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে, ওই পরীক্ষার্থীর পদার্থবিদ্যার থিওরি পেপারে নম্বর ১০০ এ ২১, আর রসায়ন থিওরি পেপারে নম্বর ১০০ তে ৩১। ওই মার্কশিটে রয়েছে পদার্থবিদ্যার প্র্যাক্টিক্যালে পরীক্ষার্থী পেয়েছেন ৫০ এ ৩৬, আর রসায়নের প্র্যাক্টিক্যালে পেয়েছেন ৫০ এ ৩৩। পরীক্ষার্থী দুই পরীক্ষায় আলাদা এই নম্বর নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন। ভাইরাল হওয়া মার্কশিটে দেখা যাচ্ছে, ওই পরীক্ষার্থীর ইংরেজি, বায়োলজি, কম্পিউটারের নম্বরও। ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ১০০ তে ৫৯, বায়োলজিতে ১০০ তে ৩৯, কম্পিউটার থিওরিতে তাঁর প্রাপ্ত নম্বর ১০০তে ৫০, কম্পিউটার প্র্যাক্টিকালে তাঁর প্রাপ্ত নম্বর ৫০ এ ৪৫। দ্বাদশের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ও মেডিক্যালে তাঁর প্রবেশিকা পরীক্ষার প্রাপ্ত নম্বরে এই পার্থক্য ঘিরে নানান মহলে নানান প্রশ্ন উঠছে।
এদিকে, নিট ইউজি পরীক্ষার ফলাফল নিয়ে বি𓆏তর্ক শুরু হতেই এনটিএ নড়েচড়ে বসেছে। এনটিএর তরফে ১৫৬৩ জন পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। আগামী ২৩ জুন এই পরীক্ষা হবে। উল্লেখ্য, ১৫৬৩ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্র, ছেঁড়া ওএমআর শিট প্রাপ্তি ও ওএমআরশিট দিতে দেরি হওয়ার কারমে 'গ্রেস' নম্বর পেয়েছিলেন। সেই নিরিখেই নিট ইউজির ফলাফল প্রꦑকাশিত হতেই নানান বিতর্ক দানা বাঁধে। তারপরই এই পদক্ষেপ এনটিএর।