ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টে এব༒ার স্ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করল কেন্দ্র। সেই সঙ্গে নির্দিষ্ট বয়সের জন্য নির্ধারিত কনটেন্ট যাতে তার থেকে কমবয়স্করা দেখতে না পারে, তা নিশ্চিত করার জন্য ‘পেরেন্টাল লক’ সংক্রান্ত বিস্তারিত ব্যবস্থা শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের জন্য নয়া নির্দেশিকার ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান, নয়া নিয়মের আওতায় বিভিন্ন পর্যায়ে স্ব-নিয়ন্ত্রণের ব্যবস্থা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায় প্রকাশক স্ব-নিয়ন্ত্রণ করবে। দ্বিতীয় পর্যায়ে স্ব-নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে। তৃতীয় পর্যায় হবে সার্বিক পর্যবেক্ষণের। মন্ত্রী বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের জন্য স্ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার সি🔴দ্ধান্ত নেওয়া হয়েছে। ওটিটি এবং ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নিজেদের তথ্য প্রকাশ করতে হবে। আমরা নথিভুক্তকরণ বাধ্যতামূলক করছ༒ি না। আমরা তথ্য চাইছি।’
নগ্নতার অতিরঞ্জন, অহেতুক নগ্নতা এবং ধর্মীয় ভাবাবেগ আঘাতের মতো বিষয়গুলির কথা মাথায় রেখে সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বয়সভিত্তিক শ্রেণিবিভাগ চালু করা হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, বিষয়বস্তুর ভিত্তিতে ওটিটি প্ল্যাটফর্💮মগুলিকে পাঁচ ভাগে ভাগ করতে হবে। সেগুলি হল - ‘ইউ’ (ইউনিভার্সাল), ‘ইউ/এ ৭ (বছর)’, ‘ইউ/এ ১৩ (বছর)’, ‘ইউ/এ ১৬ (বছর)’ এবং ‘এ (অ্যাডাল্ট)’। একইসঙ্গে ‘ইউ/এ ১৩ (বছর)’ বা তার বেশি শ্রেণির আওতাভুক্ত কনটেন্টের ক্ষেত্রে ‘পেরেন্টাল লক’🐼 ব্যবস্থা চালু করতে হবে। ‘এ (অ্যাডাল্ট)’ হিসেবে চিহ্নিত কনটেন্টের ক্ষেত্রে বয়স যাচাইয়ের বন্দোবস্তও থাকবে। জাভড়েকর বলেন, ‘পেরেন্টাল লকের ব্যবস্থা থাকতে হবে এবং যাতে শিশুরা সেগুলি দেখতে না পায়, তা নিশ্চিত করতে হবে।’