আবার ত্রিপুরা জুড়ে নাইট কার্ফু বাড়ল। রাজ্যের ১২টি পৌরসংস্থা–সহ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নাইট কার্ফু বাড়িয়ে দেওয়া হল। কারণ এখানে করোনা সংক্রমণের পজিটিভ হার ৩.৭২ শতাংশ থেকে ৫ শতাংশ বেড়েছে ৯ দিনে। ඣযা প্রশাসনকে উদ্বেগের মধ্যে রেখেছে। তাই এই পদক্ষেপ করা হয়েছে। করোনাভাইরাসের জেরে এই এলাকাগুলিতে প্রথম নাইট কার্ফু জারি করা হয়েছিল ১৬ মে। এবার তা বাড়িয়ে দেওয়া হল।
এ🎀ই নিইট কার্ফু নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পুরসভাগুলির উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, কৈলাসার মিউনিসিপ্যাল কাউন্সিল, খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, বেলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল, শান্তিরবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল, বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল, মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল, রানিবাজার পঞ্চায়েত এবং পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় নাইট কার্ফু বৃদ্ধি করা হয়েছে।
দিনের বেলাতেও কড়াকড়ি থাকছে নানা এলাকায়। বাজার এলাকা এবং ব্যস্ত এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেক্ষেত্রে দুপুর ২টো থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত শুধু এইসব এলাকায় দিনের কার্ফু থাকবে। তবে সেটাও ১৯ জুন🅰 থেকে২৫ জুন পর্যন্ত। আর একদম সকাল থেকে দুপুরের আগে পর্যন্ত এই বিধিনিষেধ থাকছে না। খোলা থাকছে দোকান ব🐟াজার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সরকারি–বেসরকারি অফিসগুলি বিকেল ৪টে পর্যন্ত কাজ করতে পারবে। তাও ৫০ শতাংশ কর্মী নিয়ে। আর শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, পার্ক বন্ধই থাকছে।