নীতি আয়োগের সপ্তম গভর্নিং কাউন্সিলের মিটিং। সেখানে মুখ্য়মন্ত্রী ও লেফটেনান্ট গভর্নররা উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে অত্যন্ত ইচিবাচ🍨ক ও কার্যকরী আলোচনা হয়েছে। নীতি আয়োগের সিইও পরমেশ্বরন আয়ার এমনটাই জানিয়েছেন। কী আলোচনা হল সেই মিটিংয়ে? কৃষিক্ষেত্রের নানা দিক নিয়ে আলোচনা হয়েছিল এই মিটিংয়ে। পাশাপাশি ভোজ্য তেল উৎপাদনে স্বংয়ভর হওয়ার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে মিটিংয়ে।
মিটিংয়ের অন্য়তম চিন্তাবিদ রমেশ চাঁদ জানি🅺য়েছেন, আমাদের যে পরিমাণ ভোজ্য তেল দরকার হয় তার মধ্যে অর্ধেক আমদানি করেই আনা হয়। তবে রাজ্যগুলি এক্ষেত্রে সহযোগিতা করে। আমরা সেই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি।
ভাইস চেয়ারম্যান সুমন বেরি জানিয়েছেন, কোভিড সংকট মেটানোর ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমণ্বয় রক্ষা গোটা বিশ্বের কাছে একটি মডেল হয়ে রয়েছে।এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ এর দিকে ﷽লক্ষ্য রেখে ভারতের রোডম্য়াপ সম্পর্কেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে🌺 সূত্রের খবর, রবিবার নীতি আয়োগের মিটিং শেষ হওয়ার কিছুটা আগে বেরিয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ের প্রথমার্ধে তিনি উপস্থিত ছিলেন। ১০০ দিনের কাজেরಌ🎶 বকেয়ার প্রসঙ্গ, কিছু ক্ষেত্রে জিএসটি বৃদ্ধির প্রসঙ্গও তিনি উল্লেখ করেন বলে জানা গিয়েছে।
এদিকে নীতি আয়োগের ছবিতে দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন❀্ত্রীরা পাশাপাশি দাঁড়িয়ে। সেখানে উপস্থিত বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফটোসেশনের ব্য🀅াকগ্রাউন্ডে লেখা টিম ইন্ডিয়া।