বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার ফের একবার প্রাক্তন জোটসঙ্গী ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করলেন। পাশাপাশি বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তা নিয়ে উপহাসও করলেন। এর আগে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী দাবি করেছিলেন নীতীশ কুমার উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। সুশীলের দাবি, নীতীশকে উপরাষ্ট্রপতি না করাতেই জনতা দল (ইউনাইটেড) জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ত্যাগ করে। যদিও সুশীলের এই দাবিকে হেসে উড়িয়ে দেন ন🍰ীতীশ।
এই বিষয়ে নীতীশ বলেন, ‘একেবারে ভুয়ো দাবি। ...কী মজার কথা! আমার এম🅠ন ꧒কোনও ইচ্ছা ছিল না। তাঁরা কি ভুলে গিয়েছেন যে আমাদের দল তাদের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি প্রার্থীদের কতটা সমর্থন করেছিল? আমরা নির্বাচন শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং তারপরেই আমরা আমাদের বৈঠক ডেকেছিলাম। তাঁরা আমার সম্পর্কে যতটা পারে মিথ্যা বলতে পারে। ওঁদের এসব কথা বলতে দিন। কে কি বলছে আমি তা চিন্তা করি না। তাছাড়া তাঁকে (সুশীল কুমার মোদী) কোনও পদ দেওয়া হয়নি। তিনি যদি আমার বিরুদ্ধে কথা বলে নিজের জায়গা পান, আমি আপত্তি করব না।’ এর আগে বুধবার সুশীল মোদী দাবি করেছিলেন যে নীতীশ কুমার উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন এবং বিজেপি মন্ত্রীদের কাছে নিজের অভিপ্রায়ের বার্তা পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: ‘জঘন্য খাবার’, মেসে ‘অখাদ্য রুট🗹ি’ দেখে কেঁদে ফেললেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিয়ো
এদিকে নীতীশ কুমার এদিন আবারও বলেন যে বিজেপি জেডিইউ ভাঙার চেষ্টা করছে এবং বিভিন্ন রাজ্যের দলের নেতারা তাঁকে সেই বিষয়ে সতর্ক করেছেন। এটা কোনও কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে করা হচ্ছে কিনা জানতে চাইলে নীতীশ কুমার বলেন, ‘আমি জানি না এর পিছনে কে ছিলেন কিন্তু যিনি তাঁর পক্ষে কাজ করছিলেন (আরসিপি সিং) তাঁকে দরজা দেখানো হয়েছে।’ তিনি বলেন, জেডিইউ সর্বসম্মতিক্রমে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘আগের নির𒉰্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু আমার উপর অনেক চাপ ছিল। এরপর রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে কথা বলে জোট গঠনের সিদ্ধান্ত হয়। আমি (২০২৪ সাল পর্যন্ত) থাকব কি না... তাঁরা যা চায় তা বলতে পারে...’ এদিকে নীতীশ কুমার বলেন যে তিনি ১৫ অগস্টের পরে যে কোনও দিন তাঁর মন্ত্রিসভা সম্প꧒্রসারণ করবেন।