Fixed deposit withdrawal rule: ২০২২ সালের মে মাস থেকে RBI রেপো রেট বৃদ্ধি করা শুরু♔ করে। আর তার পর থেকেই ভারতের ব্যাঙ্কগুলি তাদের আমানতে সুদের হার বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে, সাবধানী বিনিয়োগকারীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। মেয়াদী আমানতে সিনিয়র সিটিজেনদের সুদের হার অনেকটাই বেশি। ফলে চাইলে বাড়ির বড়দের অ্যাকাউন্টের মাধ্যমেও FD করে রেখে দেওয়া যেতে পারে।
তবে ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন। সময়ের আগে,⭕ অর্থাত্ ম্যাচিওরিটি পিরিয়ডের আগে FD ভাঙানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেটি মাথায় রেখে তবেই স্থায়ী আমানত করা উচিত্। তাই এই বিষয়টি বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সময়ের আগেই ব্যাঙ্ক FD ভাঙিয়ে নেওয়ার নিয়ম
বিভিন্ন ব্যাঙ্কের FD-তে সময়ের আগে টাকা তোলার অপশন রয়েছে। আপনি যদি টাকা তুলতে চান, সেক্ষেত্রে ঋণদাতাদের পেনাল্টি চার্জ দিতে হবে। সাধারণত ০.৫% থেকে ৩% পর্যন্ত এই চার্জ দিতে হয়। এটি ব্যাঙ্ক বিশেষে পরিবর্তিত হতে পারে। SBI-তে ৫ লক্ষ টাকা পর্যন্ত FD-তে সময়ের আগে টাকা তুলে নেওয়ার ক্ষেত্রে ০.৫০% জরিমানা দিতে হয়। তবে, বিনিয়োগ ৫ লক্ষ টাকার বেশি হলে, সেক্ষেত্রে ১% জরিমানা ধার্য করা হয়। HDFC ব্যাঙ্কে আবার সময়ের আগে FD অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে ১% জরিমানা চার্জ করা হয়। আরও পড়ুন: সময়ে﷽র আগে FD ভাঙবেন? জরিমানার𝓀 নিয়ম জানুন
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সুগম টার্ম ডিপোজিট স্কিম
PNB-তে সমস্ত মেয়াদের FD-তে সময়ের আগে ব🍸া ꦓআংশিক টাকা তোলার ক্ষেত্রে সুদে ১% জরিমানা ধার্য করা হয়। কিন্তু সুগম টার্ম ডিপোজিট স্কিমের ক্ষেত্রে, এমন কোনও জরিমানা আরোপ করা হয় না।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সুগম টার্ম ডিপোজিটে সময়ের আগে টাকা তোলা
আমানতকারীর এক সময়ে ন্যূনতম ১,০০০ টাকা তোলার ক্ষেত্রে ১-এর গুণিতকে মꦍ্যাচিওরিটির আগে যেকোনও অঙ্কের টাকা তোলার সুবিধা রয়েছে। সম্পূর্ণ আমানত না ভেঙেই হবে। এই স্কিমের অধীনে🔴 অবশিষ্ট আমানতের সুদের উপর কোনও জরিমানাও করা হবে না।
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে সুদের হার: PNB FD Rate: ফিক্সড 𒉰ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, দেখুন চার্ট
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক