কো๊নও ধর্মেই এমন কোনও কাজ করতে বলা হয় না, যে কারণে দূষণ হবে। এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে আগামী ২৫ নভেম্বরের মধ্যে দিল্লিতে স্থায়ীভাবে বাজি নিষিদ্ধ করার বিষয়ে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ বলেছে, 'দূষণমুক্ত পরিবেশে বসবাস করার যে অধিকার আছে, সেটা সংবিধানের ২১ ধারার আওতায় (মানুষের) মৌলিক অধিকার। প্রাথমিকভাবে আমাদের মনে হয়, কোনও ধর্মই এমন কোনও কাজকে তুলে ধরে না, যা দূষণ ছড়ায় বা মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করে।'
নেহাতই 'আইওয়াশ', পুলিশকে তুলোধোনা সুপ্রিম কোর্টের
তারইমধ্যে দেশের রাজধানীতে পুরোপুরিভাবে বাজির উপরে নিষেধাজ্ঞা জারি করতে না🧸 পারার জন্য সোমবার দিল্লি পুলিশকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট। রীতিমতো কড়া ভাষায় শীর্ষ আদালত মন্তব্য করেছে যে শুধুমাত্র কাঁচামাল বাজেয়াপ্ত করেই ক্ষান্ত থেকেছে পুলিশ। এটা নেহাতই 'আইওয়াশ' (ছলনা) ছিল বলে পুলিশকে তুমুল ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন: Kolkata Air Pollution: দূষণের মাত্রায় দিল্লিকে প্রায় ছুঁয়🅠ে ফেলল কলকাতা, মনের সুখে বাজি পোড়ানোর জের
পুলিশ কমিশনারকে হলফনামা দাখিলের নির্দেশ
বিচারপতি ওকা এবং বিচারপতি মাসিহের ডিভিশন বেঞ্চ বলেছে, 'বাজির উপরে নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি যা🎃তে ঠিকমতো কার্যকর করা যায়, সেজন্য স্পেশাল সেল গঠন করার নির্দেশ দিচ্ছি দিল্লির পুলিশ কমিশনারকে। সেই নিষেধাজ্ঞা জারি করার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে, সেটা নিয়ে দিল্লꦯির পুলিশ কমিশনারকে হলফনামা দাখিল করার নির্দেশ দিচ্ছি আমরা।'
আরও পড়ুন: Winter Care: শীত পড়ছে ধীরে ধীরে, সকাল ৮-৯টায় অফিস যান? ৫ জিনিস খেয়াল রাখুন অবඣশ্যই
চিরকালের জন্য বাজির উপরে নিষেধাজ্ঞা? জানাতে হবে সরকারকে
সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে যে বাজি নিষেধাজ্ঞার নির্দেশিকা যখন আগে থেকেই জারি করা হয়েছিল, তাহলে সেটা কার্যকর করার জন্য কেন ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করল দিল্লি সরকার? সেইসঙ্গে শ🤪ীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে চি🐷রকালের জন্য দেশের রাজধানীতে বাজির উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে কিনা, তা নিয়ে সবপক্ষের সঙ্গে দিল্লি সরকারকে আলোচনা করতে হবে। ২৫ নভেম্বরের মধ্যে সেটা ঠিক করতে হবে বলে কড়া ভাষায় জানিয়েছে শীর্ষ আদালত।
দিল্লির বায়ুর মান খারাপ
আর সুপ্রিম কোর্ট যেদিন সরকার♊ এবং পুলিশের ভূমিকায় উষ্মাপ্রকাশ করেছে, সেদিন সকালে দিল্লিতে বাতাসের মান 'খুব খারাপ'। রাজধানীর বিভিন্ন প্রান্ত ঢাকা ছিল ধোঁয়াশার ঘন চাদরে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ন'টায় 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (AQI) ছিল ৩৪৯। কমপক্ষে দুটি জায়গায় বাতাসের মান 'গুরুতর' ছিল।