বিদেশে খরচের ক্ষেত্রে উচ্চহারে 'টিসিএস' বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স ধার্যের সময়সীমা বাড়িয়ে দ💛িল কেন্দ্র। আগামী ১ জুলাই থেকে যে নিয়ম চালু হওয়ার কথা ছিল, তা এবার আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। অর্থাৎ 'লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র (এলআরএস) আওতায় থাকা বিদেশে খরচের বিষয়ের (যেমন ঘোরার খরচ) ক্ষেত্রে সেই নিয়ম আরও তিন মাস পরে হবে। সেক্ষেত্রে যদি মাথাপিছু বার্ষিক খরচের অঙ্ক সাত লাখ টাকা পেরিয়ে যায়, তখন উচ্চহারে কর দিতে হবে করদাতাদের। সেইসঙ্গে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে প্রতি বছর বিদেশে খরচ করলে টিসিএস ধার্য করা হবে না। কারণ সেই বিষয়টি 'লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র আওতায় আসবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: শেয়ার, নগদ,🐠 সোনা নাকি FD? কোথায় 💎টাকা রাখলে সবচেয়ে বেশি রিটার্ন মেলে?
২০২৩ সালের অর্থবিলে জানানো হয়েছিল, '🍷লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র আওতায় বিদেশে খরচ এবং বিদেশে ট্যুর ♊প্যাকেজের ক্ষেত্রে টিসিএসের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। সেইসঙ্গে 'লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র আওতায় টিসিএস ধার্য করার ক্ষেত্রে সাত লাখ টাকার যে সীমা ছিল, তা তুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে চিকিৎসাজনিত এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সেই দুটি পরিবর্তন করা হয়নি। যে নয়া নিয়ম ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
বুধবা🌜র অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিভিন্ন মহলের থেকে যে পরামর্শ বা মতামত এসেছে, তারই ভিত্তিতে নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্🃏রথমত, মাথাপিছু বছরে সাত লাখ টাকা পর্যন্ত 'লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র আওতায় কোনওক্ষেত্র এবং বিদেশে ট্যুর প্যাকেজের ক্ষেত্রে কোনওরকম পরিবর্তন করা হচ্ছে না। যেভাবেই লেনদেন হোক না কেন, সেই নিয়ম প্রয়োজ্য হবে। দ্বিতীয়ত, সংশোধিত টিসিএস হার কার্যকর করা এবং 'লিবারাইজড রেমিট্যান্স স্কিম'-র আওতায় ক্রেডিট কার্ড অন্তর্ভুক্ত করার জন্য আরও বেশি সময় দেওয়া হবে।
তাহলে বিষয়টি কী দাঁড়াল?
👍অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশে ট্যুর প্যাকেজের ক্ষেত্রে মাথাপিছু বছরে সাত লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে টিসিএস ধার্য করা হবে। সেই সীমা পেরিয়ে গেলে ২০ শতাংশ হারে টিসিএস ধার্য করা ꦿহবে বলে জানিয়ে দিয়েছে অর্থ মন্ত্রক।