একের পর এক ছবি ভাসছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর সিংহভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে একের পর এক রাস্তা, অ্যাপার্টমেন্ট, ট্রাক্টর সব জলে ডুবে গিয়েছে। এটাই নাকি বেঙ্গালুরু। এবা𓄧র পালটা ময়দানে নেমেছেন নেটিজেনদের অপর অংশ। এবার নেটিজেনদের অনেকেই ছবি শেয়ার করে দেখিয়েছেন, বেঙ্গালুরুর প্রচুর এলাকা রয়েছে যেখানে শুকনো খটখটে রাস্তা। একেবারেই জলে ডোবেনি সেই এলাকা।
নেটিজেনদের একাংশের সাফ কথা, মিথট𝓰া ভুলে যান। বেঙ্গালুরুর গোটা এলাকায় একেবারেই জলে ডুবে যায়নি।
গত সপ্তাহের ভারী বৃষ্টি। তার জেরে বেঙ্গালুর🐼ুর মূলত নীচু এলাকায় জল জমে যায়। আউটার রিং রোড, বেল্লানদুর, মারাঠাহাল্লি, সরোজপুরের বিভিন্ন রাস্তা জলের তলায় চলে যায়।
বিবিএমপির কমিশনার তুষার গিরিনাথ জানিয়েছেন, বেঙ্গালুরুর ৮০০ বর্গকিমি এলাকার মধ্যে ৫-৬ বর্💫গকিমি এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল।
এদিকে গোটা বেঙ্গালুরু য꧋ে জলে ভাসেনি তারই ছবি পোস্ট করছেন নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে 𒉰একেবারে খটখটে শুকনো। আর শ্রীনাবাসন নামে এক নেটিজেন টুইটারে লিখেছেন, আমি জয়দেবা হাসপাতালের কাছে থাকি। এত বৃষ্টিতেও এখানে জল জমেনি। শুধু কারেন্ট চলে যাচ্ছে।
গৌ𒐪রব ঘোষ নামে এক নেটিজেন লিখেছেন,꧑ আরকে পুরম, এমজি রোড জলে ডোবেনি। কর্ণাটক সরকারকে অপদস্থ করতেই নানা পোস্ট করা হচ্ছে।
পুজা হেগড়🐷ে নামে এক নেটিজেন ছবি পোস্ট করে লিখেছেন, এটাই বেঙ্গালুܫরু। ইন্টারনেট যখন আপনাকে দেখাবে সব ভাসছে, তখন এটা দেখুন।