১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার 🍒পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরা। এদিকে, মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আপনার মিষ্টি হাসি গোটা হাউসকে খুশি রাখে’।
সংসদের ইতিহাস বলছে, বলরাম জাখরের পর ওমন বিড়লাই লোকসভার এমন একজন স্পিকার, যিনি পর পর ২ বার পূর্ণসময়কালের জন্য এই পদে নির্বাচিত হলেন। এদিকে, ওম বিড়লাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমি এই কক্ষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃত কালের সময় এই পদে দ্বিতীয়বার বসতে পারাটা আপনার জন্য বিশাল দায়িত্ব।’ একইসঙ্গে মোদী বলেন, ‘ আমরা আশা করি, আপনার অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আপনি আগামী ৫ বছরের জন্য আমাদের গাইড করবেনꩲ। দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়া নিজেই একটি রেকর্ড।’এর আগে সংসদীয় নিয়ম মেনে ওম বি়ড়লাকে স্পিকারের চেয়ার পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার আগে ধ্বনি ভোটে বিজেপির সাংসদ ওম বিড়লা সংসদের নিম্নকক্ষের স্পিকার পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। তাঁর সামনে ছিলেন কংগ্রেসের কে সুরেশের মতো প্রতিদ্বন্দ্বী।
(বিরিয়ানিতে কেন ন✱েই চিকেন ল🎀েগপিস! বিয়ের আসরে বরযাত্রী বনাম কনেপক্ষ ধুন্ধুমার মারপিট, কোথায় ঘটল?)
(Vastu shastra Tips: ঝাঁটা কেনার শুভ দিন কোনটি? কোনটি এড়িয়ে চলা উচি🐟ত? সমৃদ্ধি পেতে রইল বাস্তুটিপস )
ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার ৭০ বছরে যে কাজগুলি ঘটেনি, আগের মেয়াদে বিড়লার সভাপতিত্বে এই কক্ষে তা সম্ভব হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন,'গণতন্ত্রের দীর্ঘ যাত্রায় বেশ কিছু মাইলফলক আসে। আপনার নেতৃত্বে মূল বিলগুলো পাস হয়েছে। কয়েকটি ঘটনা এমন হয় যখন আমরা মাইলফলক স্থাপনের সুযোগ পাই। আমি খুব আত্মবিশ্বাসী যে ১৭ তম লোকসভার অর্জনে দেশ গর্বিত হবে।' ওম বিড়লাকে শুভেচ্ছা জানান রাহুল গান্ধীও। রাহুল বলেন, ‘সরকারের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলেও, বিরোধীরা দেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধি। বিরোধীদের বলতে দিয়ে আপনি সংবিধানকে রক্ষার্থে আপনার দায়িত্ব পালন করবেন।’ রাহুল তার আগে বলেন, ‘আপনার কাজে আপনাকে🐼 সাহায্য করতে বিরোধীরা আগ্রহী, আমি আত্মবিশ্বাসী যে আপনি আমাদের এই কক্ষে বলতে দেবেন। ’