পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের অন্ধকার কুঠুরিতে রাখা হয়েছে। সেখানে তাঁর উপর অত্যাচার করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে, দলের কারও সঙ্গে এমনকী আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানকে। সপ্তাহে একটা ফোনও করতে🎃 দেওয়া হচ্ছে না দুই ছেলে—সুলাইমান এবং কাশিমকে। এবার এমনই গুরুতর অভিযোগ করলেন লন্ডনে থাকা তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ। সোশ্যাল মিডিয়ায় দু’টি বার্তা পোস্ট করেন তিনি। প্রথম বার্তায় জেমিমা লেখেন, ‘আমি সাধারণত পাকিস্তানের রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করি না। অনেক রাজনৈতিক ইস্যুতে ইমরান খানের সঙ্গে আমার মতবিরোধও আছে। কিন্তু আমার এখনকার এই বার্তা রাজনীতি নিয়ে নয়, বরং আমার সন্তানদের বাবা, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে।’
ইমরান খানকে এখন সম্পূর্ণ অন্ধকার কুঠুরিতে রেখে অত্যাচার করা হচ্ছে। সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন জেমিমা। আর নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইমরানকে এখন অন্ধকার সেলে বন্দি করে রাখা হয়েছে। সেলের মধ্যে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এমনকী তাঁর রান্নার লোককে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ইমরান তাঁর দুই ছಌেলের সঙ্গে প্রতি সপ্তাহে একবার ফোনে কথা বলতেন। এখন সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ইমরানকে এখনই মুক্ত করে দেওয়া হোক। আমি এবং আমাদের দুই সন্তান সুলাইমান এবং কাশিম খান জানতে পেরেছে যে গত কয়েক সপ্তাহে ইমরান খানের স্বাস্থ্যের খুব অবনতি ঘটেছে। এখন পাকিস্তানের সরকার ইমরান খানের সঙ্গে ღতাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের দেখা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।’
আরও পড়ুন: অনিকেতের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পুলস্ত্য, অনশন নিয়ে দিলেন বার্তা
দুই ছেলে সুলাইমান এবং কাশিমের সঙ্গে ইমরানের শেষ কথা হয়েছিল গত ১০ সেপ্টেম্বর বলে দাবি করেছেন জেমিমা। সংসদের বিরোধী দলের সদস্যদের অনাস্থা ভোটে ২০২২ সালের ১০ এপ্রিল ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তার পর প্রায় দেড়শ মামলা করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এইসব মামলার বেশিরভাগই দুর্নীতির মামলা। ২০২৩ সালের অগস্ট থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারা𝔉গারে বন্দি আছেন ইমরান। পাকিস্তানে এখন আন্তর্জাতিক এসসিও সম্মেলন চলছে। নানা দেশের প্রতিনিধিরা এখানে এসেছেন আর জেমিমার এই পোস্ট অস্বস্তিতে ফেলেছে পাকিস্তানকে বলে মনে করা হচ্ছে।
এছাড়া আদিয়ালা জেলের মধ্যে দীর্ঘদিন ধরে বন্দি আছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এখন তাঁর দলের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে, ইমরান খানকে ‘স্লো পয়জন’ করে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতে পারে। এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আদালতকে নির্দেশও দিতে হয়েছে। ইমরান খানের দুই বোন ও ভাইপোদের জেলবন্দি করে রেখেছে পাকিস্তান সরকার। প্রাক্তন স্ত্রী জেমিমা এখন মুখ খোলায় ইমরান খানকে নিয়ে জোর চর্চা আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে। মঙ্গলবার ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ অসীম হুসেনকে দেখতে দেওয়া হয়নি। চিকিৎসা🎃 না করিয়েই বের করে দেওয়া হ🗹য় বলে অভিযোগ।