২০১৯ সালের෴ ১৪ ফেব্রুয়ারি উপত্যকা রক্তাক্ত হয়েছিল পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার জেরে। এরপর কেটে গিয়েছে বহু বছর। তবে ক্ষতস্থানের ঘা এখনও দগদগে। এদিকে, সেই ১৪ ফেব্রুয়ারিই জম্মু সীমান্তে পাকিস্তানের রেঞ্জারদের তরফে বিএসএফের পোস্ট টার্গেট করে ধেয়ে আসে গুলি। জানা গিয়ে💎ছে, বিএসএফ পোস্টের দিকে নিশানা করে পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে বুধবার।। সেই এরপর জোরালো জবাব দিতে ছাড়েনি ভারতও।
জানা গিয়েছে, এই গুলির লড়াই টানা ২০ মিনিট ধরে চলে। তবে হতাহতের কোনও খবর এখনও আসেনি। উল্লেখ্য, গত কয়েক মাসে কাশ্মীর সীমান্ত থেকে এমন তথ্য সেভাবে উঠে আসেনি। তবে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ২০১৯ সালে নৃশংসভাবে সিআরপিএফের কনভয়ে হামলার বার্ষিকীর দিনেই এই গুলিবর্ষণের খবর উঠে এল। জানা গিয়েছে, বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ জম্মু সীমান্তে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের রেঞ্জারদের লক্ষ্য ছিল বিএসএফের বর্ডার আউটপোস্ট। জ𒊎ানা গিয়েছে, পাকিস্তানের ১৩ চেনাব রেঞ্জার্স এই গুলিবর্ষণ করেছে। আপাতত পরিস্থিতি বেশ চাঞ্চল্যকর সীমান্তে। বেশ কিছ🐈ু রিপোর্ট দাবি করছে, পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারত।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আবুধাবিতে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রথম মন্দির উদ্বোধনের সমারোহতে রয়েছেন, তখনই সীমান্তে গুলি বর্ষণের খবর আসে। এদিকে, পাকিস্তান গত কয়েক দিন ধরে সেদেশের ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত।🎐 শেষ পাওয়া খবরে প্রধানমন্ত্রীর কুর্সির দিকে এগিয়ে রয়েছেন নওয়াজ শরিফ। তারই মাঝে উঠে এ🌠ল এই গুলি বর্ষণের খবর।