দীপাবলির জন্য প্রতিটি হিন্দু পরিবারকে ১০,০০০ টাকা প্রদানের সিদ্ধান্ত নিল পাকিস্তানের পঞ্জাব সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির আগে পঞ্জাব প্রদেশের প্রতিটি হিন🎉্দু পরিবারকে ১০,০০০ পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় ৩,২০০ টাকার মতো) দেওয়া হবে। একইভাবে গুরুনানকের জন্মবার্ষিকীর জন্য প্রতিটি শিখ পরিবারকে ১০,০০০ পাকিস্তানি রুপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পঞ্জাব সরকার। প্রতি বছর দীপাবলি এবং গুরু নানকের জন্মবার্ষিকীর সময় প্রতিটি হিন্দু এবং শিখ পরিবারকে সেই টাকা দেওয়া হবে।
'উৎসব কার্ড' প্রদান করা হবে
আর সেই অর্থ প্রদানের জন্য বিশেষ 'উৎসব কার্ড' তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের পঞ্জাব সরকারের এক মুখপাত্র। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বুধবার তিনি জানিয়েছেন যে দীপাবলি উদযাপনের জন্য হিন্দু পরিবার এবং গুরু নানকের জন্মবার্ষিকী উদযাপনের জন্য 🌱শিখ পরিবারকে 'উৎসব কার্ড' প্রদানের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে পাকিস্তানের পঞ্জাব সরকারের মন্ত🅘্রিসভা। যে প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ১০,০০০ পাকিস্তানি রুপি দেওয়া হবে।
প্রতি বছর দেওয়া হবে
পাকিস্তানের পঞ্জাব সরকারের ওই মুখপাত্র জানিয়েছেন যে অবিলম্বে ‘আমাদের হিন্দু এবং শিখ ভাইদের’ যাতে দ্রুত 'উৎসব কার্ড' প্রদান করা হয়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মারয়াম নওয়াজ। এবার মোট হিন্দুꦿ এবং শিখ পরিবারের🍌 সংখ্যা হল ২,২০০-র আশপাশে। প্রতিটি পরিবারকেই সেই অর্থ দেওয়া হবে। তবে শুধু এক বছর নয়, প্রতি বছর 'উৎসব কার্ড'-র আওতায় দীপাবলি এবং গুরু নানকের জন্মবার্ষিকীর সময় প্রতিটি হিন্দু এবং শিখ পরিবারকে ১০,০০০ পাকিস্তানি রুপি প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
গুরুনানক জন্মজয়ন্তীরও জন্য বিশেষ ব্যবস্থা
সেইসঙ্গে আগামী মাসে গুরুনানক জন্মজয়ন্তী উদযাপন করতে বিদেশ থেকে যে পুণ্🦂যার্থীরা আসবেন, তাঁদের জন্যও বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে বলে পাকিস্তানের পঞ্জাব সরকার☂ের তরফে দাবি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবার ৩,০০০ জন ভারতীয় (ওয়াঘা সীমান্ত নিয়ে ১৪ নভেম্বর পৌঁছাতে পারেন পাকিস্তানে) এবং অন্যান্য দেশের ১,০০০ জনের মতো পুণ্যার্থী আসবেন বলে অনুমান করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনওরকম ঝক্কি ছাড়াই তাঁরা যাতে ভিসা পেয়ে যান, সেজন্য ভিসা অটোমেশন সেন্টার চালু করা হচ্ছে। পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। বিশেষত পরিবহণ-সহ বিশেষ সুযোগ-সুবিধা পাবেন তাঁরা। সুরক্ষা নিশ্চিত করতে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পু꧋ণ্যার্থীদের অভ্যর্থনা জানানোর ক্ষেত্রেও যাতে কোনও খাꦬমতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।