কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য প্রকল্প স্বচ্ছ ভারত মিশন। সেই প্রকল্পে যাঁর ভূমিকা অন্যতম তিনি পরমেশ্বরন আয়ার। সেই আইএএস এবার নীতি আয়োগের প্রধ🎐ানের পদে বসছেন। ১৯৮১ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস তিনি। অমিতাভ কান্তের অবসরের পরে তিনিই এই দায়িত্ব নিচ্ছেন।
তি♓⛎নি ১৭ বছর চাকরি করার পরে ২০০৯ সালে স্বেচ্ছাঅবসর নিয়েছিলেন। ভারত সরকারের ওয়াটার ও স্যানিটেশন বিভাগের সচিব পদে ছিলেন তিনি। পরবর্তী সময়ে এটি জলশক্তি মন্ত্রক হিসাবে পরিচিতি পায়।
উ𓆏ত্তরপ্রদেশের সজল প্রকল্পের সঙ্গেও জড়িয়েছিল তাঁর নাম। আন্তর্জাতিক ক্ষেত্রেও তাঁর একাধিক অবদান রয়েছে। ভিয়েতনাম, চিন, ইজিপ্ট, লেবাননের মতো দেশেও তিনি কর্মরত ছিলেন।বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি হিসাবে তিনি ওই সব দেশেও কর্মরত ছিলেন। ২০২০ সালে আয়ার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। 🍎ফের তিনি আমেরিকায় ফিরে এসে বিশ্বব্যাঙ্কে যোগ দেন।
অন্যদিকে অমিতাভ কান্ত ছিলেন কেরল ক্যাডারের আইএএস। মূলত দেশজুড়ে শিল্পের উন্নয়ন, প্রযুক্🍎তির উন্নতি, বিনিয়োগের ক্ষেত্রে তিনি জোর দিতেন। অন্যদিকে ৬৩ বছর বয়সী আয়ারেরও নানা ক্ষেত্রে বহু অভিজ্ঞতা রয়েছে। মায়াবতীর আমলে তিনি উত্তরপ্রদেশে শিক্ষা দফতরেও কর্মরত ছিলেন। এবার নীতি আয়োগের সিইও হিসাবে তিনি দুবছরের জন্য দায়িত্ব পেলেন।