ইজরায়েল -হামাস যুদ্ধে প্যালেস্তাইনের পক্ষে মতামত দিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । এবার তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, মনে হচ্ছে শরদ পাওয়ার তাঁর মেয়ে তথা লোকসভার এমপি সুপ্রিয় সুলেকে গাজাতে পাঠাবেন। প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের পক্ষে লড়ার জন্য় হয়তো তাঁর মেয়েকে 🅠পাঠাবেন।
এদিকে ১৯৯১-৯৩ সাল পর্যন্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন। তিনি সম্প্রতি জানিয়েছিলেন, ভারত সরকার পুরো ১০০শতাংশ ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। তবে শরদ পাওয়ারের এই মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ও নীতীন গড়কড়ি জানিয়েছিলেন, হালকা মন্তব্য করা হচ্ছে। সন্🎐ত্রাসবাদের বিরুদ্ধে একজোটে লড়াই করা দরকার।
আসলে ভারত ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে সমালোচনা করেছিলেন শরদ পাওয়ার। তারপরই এনিয়ে মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী হিꦿমন্ত শর্মা। তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমার মনে হচ্ছে শরদꦑ পাওয়ার গাজাতে হামাসদের হয়ে লড়ার জন্য তাঁর মেয়েকে পাঠাবেন।
তাঁর মতে, কিছু লোকজন ভারতে রয়েছেন যারা হামাসের মধ্যে কোনও দোষ দেখছেন না। তারা 💎আসলে তোষামো💝দ করছেন।
সেই সঙ্গেই তিনি জানিয়ꦐেছেন, কংগ্রেস হামাল হামলা নিয়ে কোনও নিন্দা করছে না। ꧑কারণ তেলেঙ্গানা ভোটের দিকে তাকিয়ে ওরা এসব করছে। এটা রাহুল গান্ধীর কথায় হচ্ছে।
এদিকে পাওয়ার আগেই জানিয়েছিলেন, ইজরায়েল-প্যালেস্তাইন ইস্যুটা অত্যন্ত সংবেদনশীল। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও🦩 অন্যান্য দেশের বক্তব্যকেও অস্বীকার করা যায় না। এদিকে গত ৮ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী হামলা নিয়ে তীব্র নিন্দা করেছিলেন। ইজরায়েলে জঙ্গি হানা নিয়ে তিনি তীব্র নিন্দা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছি। আমরা ওই আক্রান্ত পরিবারের জন্য প্রার্থনা করছি।
এরপর ১০ অক্টোবর তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন, ভারতের মানুষ আপনার দেশের পাশে রয়✤েছেন। এমনকী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল এই হানা আসলে জঙ্গি হামলা।