ইরানের গুরুত্বপূর্ণ সংস্কৃতির স্থানে হামলা চালানোর হুঁশিয়াꦕরি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তা খারিজ করে দিল খোদ পেন্টাগন। সাফ জানিয়ে দিল, আইন মেনে চলবে আমেরিকা।
আরও পড়ুন : তꦐাঁর মৃত্যুতে হুমকি ইরানের, কে এই কাশেম সোলেইমানি?
জেনারেল কাসেম সোলেইমানির হত্যার পর আমেরিকাকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয় ইরান। বেরিয়ে আসে ২০১৫ সালের পরমাণু চুক্ত🐭ি থেকে। পালটা ট্রাম্প ৫২টি টার্গেটের টুইট করেন ট্রাম্প। বলেন, 'ইরানের ৫২টি স্থানকে টার্গেট করা হয়েছে। যেগুলি ইরান ও তার সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। জো𒊎রদার হামলা হবে। আমেরিকা আর কোনও হুমকি বরদাস্ত করবে না।'
আরও পড়ুন : আক্র🔜মণ করলে ইরানের ৫২টি ঘাঁটি নিশান💙ায়, হুমকি ট্রাম্পের
ট্রাম্পের টুইট নিয়ে শুরু হয় বিতর্ক। জাতীয় সুরক্ষা বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের সমালোচনায় বিদ্ধ হন ট্রাম্প। তাঁরা প্রশ্ন তোলেন, ১৯৫৪ সালের হেগ সনদে পরিষ্কার বলা হয়েছে, সাংস্কৃতিক স্থানগুলির বিরুদ্ধে যে কোনও আগ্রাসনমূলক পদক্ষেপ করা থেকে বিরত থাকতে🦂 হবে। হুমকির দেওয়ার ক্ষেত্রেও সাংস্কৃতিক স্থান ব্যবহারে নিষেধাজ্ঞা চাপিয়েছে সেই সনদ। তাহলে কোন যুক্তিতে ট্রাম্প এরকম হুমকি দিলেন?
আরও পড়ুন : সোলেইমানি হত্যার জের, আন্তর্জাতিক পরমাণু�🐭� চুক্তি খারিজ ইরানের
এনিয়ে সচিব মার্ক এসপারকে প্রশ্ন করা হলে প্রেসিডেন্টের সঙ্গে পেন্টাগনের দূরত্💃ব𒈔 প্রকট হয়। এসপার বলেন, 'সশস্ত্র দ্বন্দ্বের আইনে মেনে চলবে আমেরিকা।'