করোনা আক্রান্তদের মধ্যে ৯০ শতা🌳ংশ ক্ষেত্রে কার্যকরী তাদের ওষুধ। এমনই দাবি করল পথ্য প্রস্তুকারী সংস্থা ফাইজার। মঙ্গলবার ফাইজারের সিইও জানিয়েছেন, তাঁদের ওষুধ ব্যবহার করে ৯০ শতাংশ ক্ষেত্রে সংক্রমণ গুরুতর হয়ে ওঠা বা হাসপাতালে ভর্তির পরিস্থিতি রোখা গিয়েছে। এমনকী তাঁদের ওষুধ করোনার ওমিক্রন রূপভেদের ওপর কার্যকরী বলে পরীক্ষায় উঠে এসেছে বলে দাবি করেছেন তিনি।
ফাইজারের তরফে জানানো হয়েছে, তাদের এই করোনার ওষুধ বড়ি আকারে মিলবে। যা সাধারণ ওষুধের মতো খেতে হবে। এই ওষুধ ব্যবহারে ৮৯ শতাংশ ক্ষেত্রে গ✤ুরুতর সংক্রমণ প্রতিরোধ করা গিয়েছ💮ে। রোখা গিয়েছে মৃত্যু। প্রথমে ১২০০ মানুষেক মধ্যে পরীক্ষা করে এই তথ্য পাওয়া গিয়েছিল। পরে আরও ১০০০ মানুষের মধ্যে এই ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহারে একই ফল দেখা গিয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ১২ ঘণ্টা অন্তর রোগীকে একটি করে ওষুধ খাওয়ানো হয়েছিল। সঙ্গে তাদের বর্তমানে প্রচলিত ভাইরাসরোধী ওষুধও খাওয়ানো হয়। ম🐻ৃদু উপসর্গ দেখা যাওয়ার পর থেকে পর পর ৫ দিন এই ওষুধ ব্যবহারে উপকার পাওয়া গিয়েছে। আগামী বছর এই ওষুধ মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমতি পেতে পারে বলে মনে করা হচ্ছে।