অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন কিছু আজও হয় এই দেশে যেটা শুনে শিউরে উঠতে হয়। এই যেমন মুম্বইয়ের🎀 এক চিকিৎসক বুধবার অনཧলাইনে আইসক্রিমের অর্ডার করেছিলেন। কিন্তু সেই আইসিক্রিম খুলতেই তিনি যা পেলেন তাতে হাড়হিম হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট।
ডাঃ সেরাও নামে ওই চিকিৎসক মুম্বইয়ের শহরতলিতে থাকেন। তিনি তাঁর বোনকে বলেছিলেন, তুমি যখন মুদিখানার জিনিসপত্র অর্ডার করবে তখন তুমি একটা আইসক্রিমও অর্ডার করে দিও। সেই মতো বোন আইসক্রিমের অর্ডার দেন। সেই মতো আইসক্রিমও চলে আসে। তিনি ঢাকনা খুলে আইসক্রিম খেতে শুরু করেন। এমন সময়ই বিপত্তি। তিনি ঢাকনা খুলে আইসক্রিম খাওযা শুরু করেন। এমন সময় তাঁর মুখে বাদামের মতো কিছু যেন লাগে। কিন্তু তিনি সেটা খেয়ে ফেলেননি। তিনি সেটা মুখ থেকে বের করে ফেলেন। একটি ছবি অনলাইনে ঘুর♊ছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি মানুষের আঙুল রয়েছে আইসক্রিমে। একেবারে ভ𝔉য় ধরিয়ে দেওয়ার মতো ঘটনা।
একটি ভিডিয়ো বার্তায় তিনি গোটা বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, আমি তিনটি কোন আইসক্রিম অর্ডার করেছিলাম। একটা ছিল বাটারস্কচ। সেটা ইয়ামো ব্র্যা♐ন্ডের। সেটা অর্ধেক খাওয়ার পরে দেখলাম মুখে একটা সলিড টুকরো রয়েছে। প্রথম ভেবেছিলাম বাদাম। এরপর সেটা ভালো করে দেখি। আমি চিকিৎসক আমি জানি শরীরের অংশ কেমন দেখতে হয়। আম🅰ি ভালোভাবে পরীক্ষা করেছি। সেটাতে নোখ ছিল। ফিঙ্গারপ্রিন্ট ছিল। মনে হচ্ছে এটা বুড়ো আঙুল। ভয় পেয়ে যাই।
ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা শুরু হয়েছে কোম্পানির বির💜ুদ্ধে। বরফে সংরক্ষিত করে সেই সন্দেহজনক আঙুলকে রাখা হয়েছে। ওই টুকরোকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে এভাবে খাবারের মধ্য়♛ে আঙুলের টুকরো পাওয়ার ঘটনা যথেষ্ট দুর্ভাগ্যজনক।
তব﷽ে শেষ পর্যন্ত ওই ফরেনসিক পরীক্ষায় কী উঠে আসে সেটাও দেখার। কীভাব♉ে এটা আইসক্রিমে এল সেটাও দেখা হচ্ছে।