বিগত প্রায় দু'দশক ধরে তুরস্কের রাষ্ট্রপতি তিনি। তাঁর অধীনেই ধর্মনিরপেক্ষ তুরস্কের শিরায় ইসলামপন্থার প্রবেশ ঘটেছে ফের একবার। তবে তিনি 'অপরজেয়'। বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে কঠিন রাজনৈতিক লড়াইয়🌄ের মুখোমুখি হয়েও শেষ হাসি হাসলেন রিসেপ এরদোয়ান। আর তাঁর জয়ে টুইট করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় ভারীয় প্রধানমন্ত্রী লেখেন, 'তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে পুননির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। আমি নিশ্চিত যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আগামী সময়ে আরও বাড়তেই থাকবে।'
ভোটে জিতে এরদোয়ান নিজের সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, 'আমাদের সকলের ঐক্য়বদ্ধ ও সংহত হওয়া উচিত।' এদিকে এরদোয়ানের জয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি লেখেন, 'ন্যাটোভুক্ত দেশ হিসেবে ভবিষ্যতেও তুরস্কের স🦂ঙ্গে মিলে বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবি🧸লার জন্য কাজ করে যাওয়ার আশা করছি।' রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এরদোয়ানকে শুভেচ্ছা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শুভেচ্ছা জানান এরদোয়ানকে। উল্লেখ্য, ন্যাটোভুক্ত হয়েও এরদোয়ানের অধীনে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ মধুর। এই আবহে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছিল তুরস্ক। এই আবহে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এরদোয়ানের সম্পর্ক ভালো।
উল্লেখ্য, সোমবার প্রকাশিত হয় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। দেখা যায়, প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলুকে হারিয়ে। প্রথম দফায় নির্বা♋চনে ৫০ শতাংশের বেশি না পাওয়ায় ধর্ম নিরপেক্ষ জোটের কামাল কিলিচদারুলুর বিরুদ্ধে রান-অফে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় এরদ💯োয়ানকে। সেই নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে অনায়াসে ফের একবার তুরস্কের ক্ষমতা নিজের হাতে ধরে রাখলেন এরদোয়ান। এই জয়ের ফলে ২০২৮ সাল পর্যন্ত প্রেসিডেন্টের গদিতে বসবেন এরদোয়ান। ৬৯ বছর বয়য়ি এরদোয়ান রান-অফে ৫২.১২ শতাংশ ভোট পান। এদিকে কামাল পান ৪৭.৮৮ শতাংশ ভোট।