সেন্ট্রাল ভিস্তা তৈরিতে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে বৃহস্পতিবার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।𓆉 কর্তব্যপথের সূচনার আগে তিনি শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বললেন। প্রধানমন্ত্রী এদিন কর্মীদের জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে সেন্ট্রাল ভিস্তা তৈরিতে নিয়োজিত শ্রমিকদের আমন্ত্রণ জানানো হবে। নতুন সংসদ ভবন তৈরিতে ওই শ্রমিকদের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন সংসদ ভবনে ওই শ্রমিকদের জন্য একটি গ্যাল🐎ারি করা থাকবে। তিনি বলেন, তাঁরা শুধু এটা তৈরি করছেন এমনটা নয়, তাঁরা অন্যদেরও কর্তব্যের পথ দেখাচ্ছেন।
এদিন কর্তব্যপথের উদ্বোধন করেন মোদী। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত গিয়েছে এই রাস্তা। ইন্ডিয়া গেটে ২৮ ফুট উঁচু নেতাজির মূর্তি আবরণ উন্মোচন করেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিং পুরী, জি কিষান ෴রেড্ডি, অর্জুন রাম মেঘাওয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
গত প্রায় ৯ দশক ধরে 🔯সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউর ক্রম বিবর্তন নিয়ে একটি প্রদর🗹্শনীও তিনি ঘুরে দেখেন।
আর এই কর্তব্যপথের দুদিকে অপূর্ব ল্যান্ডস্কেপ, লন, হাঁটার রাস্তা, নতুন করে সবুজ অংশ, ভেন্ডিং কিয়স্ক সহ নানা দিক থেকে সুসজ্জিত গোটা এলাকা। পথচারীদের চলার জন্য আন্ডারপাস, নജতুন করে গড়ে ওঠা পার্কিং স্পেস, রাতের বেলা আܫরও আলোক উজ্জ্বল হয়ে উঠছে গোটা এলাকা।
এর সঙ্গেই এই এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা, ব্যবহৃত জলের পুনর্ব্যবহার, জল সংরক্ষণের নানা দিকও তুলে ধরা হয়ে🐠ছে।