বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদীর হাতেই হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, আমন্ত্রিত সব মুখ্যমন্ত্রী
জল্পনার অবসান। আগামী ৫ অগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থ♛াপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার পুণেতে একথা জানালেন শ🌞্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দদেব গিরি।
তবে করোনাভাইরাস পরিস্থিতিতে আমন্ত্রণের তালিকা বেশি দীর্ঘ করা হচ্ছে না। অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন উপস্থিত থাকবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছে যে অনুষ্ঠ🤡ানে ২০০ জনের বেশি উপস্থিত থাকবেন না। তাঁদের ১৫০ জন আমন্ত্রিত থাকবেন।’
রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে মন্দিরে ভগবান রামের কাছে প্রার্থনা করবেন। হনুমান গড়হি মন্দিরেও পুজো দেবেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সব মু👍খ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে।
পরবর্তী খবর