এক ঢিলে দুই পাখি মারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াদের সমর্থন ধরে রাখতে কোনও কসুর ছাড়লেন না। আ𝓰বার নিপুণভাবে পশ্চিমব꧋ঙ্গের ‘রাজনৈতিক হিংসা’ নিয়ে তোপ দাগতেও ছাড়লেন না মোদী। তবে নাগরিকত্ব নিয়ে এক বর্ণও খরচ করলেন না।
মঙ্গলবার মতুয়া ধর্ম মহামেলায় ভার্চুয়ালি ভাষণে মোদী বলেন, ‘কোথাও কারও কাউকে যদি অত্যাচার করা হয়, তাহলে অবশ্যই আওয়াজ তুলুন। সমাজ ও দেশের প্রতি এটা আমাদের কর্তব্য। রাজনৈতিক কর্মকাণ্🅠ডে অংশগ্রহণ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু রাজনৈতিক বিরোধিতার কারণে যদি হিংসাত্মক কাজ করে, ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে কাউকে আটকানো হয়, তাহলে সেটা অপরজনের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়। সমাজဣের কোথাও যদি হিংসা, অরাজতকতার মানসিকতা থাকে, তার বিরোধিতা করা আমাদের কর্তব্য।’
আরও পড়ুন: আর ৩ বছর, তারপরেই তৈরি হয়ে যাবে জোজিলা টানেল প্রবল তুষার🍸পাতেও যেতে পারবেন লাদাখ
তারইমধ্যে গত বছরের বিধানসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস ‘বহিরাগত’ বলে যে আক্রমণ শানাচ্ছিল, তা নিয়েও খোঁচা দেন মোদী। তিনি বলেন, 'স্বার্থের জন্য সমাজে যখন খুন-খারাপি হয়, বিভেদ তৈরির চেষ্টা করা হয়, ভাষা-অঞ্চলের ভিত্তিতে আলাদাভাবে চিহ্নিত করার প্রবণতা দেখি, তথন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি'র জীবন, দর্শন আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই ꦏএই মেলা এক ভারত, শক্তিশালী ভারতের ধারণাকে দৃঢ় করে তুলবে।'