ঈদ উল-আদহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈদে রাজ্যবাসীকে বিশেষ শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্🧔যোপꦑাধ্যায়ও।
শনিবার সকালে টুইটারে নিজস্ব হ্যান্ডেলে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্💎রধানমন্ত্রী লিখেছেন, ‘ঈদ মুবারক! ঈদ আল-আদহার শুভেচ্ছা। এই দ🙈িনে যেন আমরা সুবিবেচক, সংঘবদ্ধ ও সামগ্রিক এক সমাজ গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করি। সৌভ্রাতৃত্ব ও সহমর্মী মনোভাব আরও বৃদ্ধি পাক।’
শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি রাম নাথ। করোনা সংকটের মাঝে উৎসব পালনের সময় সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন জানান। তিনি বলেন, ঈদ উল-আদাহ সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। সেই সঙ্গে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সবার মঙ্গলের জন্য প্রয়াসের কথাও বলেন রাষ্টไ্রপতি 🐠কোবিন্দ।
উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ঈদের শুভেচ্ছা জ🎐ানিয়ে দেশবাসীকে করোনা আবহে বাড়িতে থেকেই উৎসব 𝔍পালনের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরের প্রতি নিঃশর্ত সমর্পণই ঈদের মূল ভাবধারা।
ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 𝓰মম🐟তা বন্দ্যোপাধ্যায়।