গত ৭ অক্টোবর ইজরায়েলে আচমকাই হামলা চালিয়েছিল প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই হামলার পর থেকেই জবাবি হামলায় গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে ইজরায়েল। এরই মাঝে সম্প্রতি গাজার এক হাসপাতালে বিস্ফোরণ ঘটে। তাতে মারা যায় প্রায় ৫০০ জন। এই আবহে ইসলামিক জিহাদ ও ইজরায়েল একে অপরের দিকে আঙুল তুলছে। এহেন পরিস্থিতিতে এবার ভারসাম্যের রাজনীতির পথে হাঁটল ভারত। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের রাষ্ট্রপতি মাহমুꦏদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বললেন মোদী। হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানান মোদী। এর আগে হামাসকে 'জঙ্গি সংগঠন' আখ্যা দিয়ে ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন মোদী। আর এবার প্যালেস্তাইনকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন মোদী।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাসের বন্দুকবাজরা। এই হামলায় অন্তত ১৩০০ জন ইজরায়েলি এবং বহু বিদেশি মারা যান। প্রায় ১৫০ জনের 𒉰মতো ইজরায়েলিকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় হামাসের জঙ্গিরা। অপহৃতদের মধ্যে বেশিরভাগই নারী। এমনকী বহু শিশুকেও অপহরণ করে নিয়ে গিয়েছে হামাস। হামাসের নৃশংস কাণ্ডকারখানার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই আবহে ইজরায়েলের তরফে গাজায় অনবরত হামলা চালানো হচ্ছে। হামাসের সশস্ত্র গোষ্ঠীকে খতম করতে আকাশপথে বিগত বেশ কয়েকদিন ধরেই হামলা চালানো হচ্ছে। আর এই আবহে গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানকার কবরস্থানগুলিতে আর জায়গা নেই। গাজার অনেক জায়গাতেই গণকবর খোঁড়া হচ্ছে। এই আবহে দেহ সংরক্ষণ করতে আইসক্রিম ট্রাক ব্যবহার করা হচ্ছে।
এই সবের মাঝে দু'দিন আগে গাজা শহরের একটা হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি রকেট এসে গুঁড়িয়ে দেয় হাসপাতাল ভবনটিকে। জখম প্যালেস্তানীয়দের চিকিৎসা চলছিল সেই হাসপাতালে। সেই বিস্ফোরণে অন্তত ৫০০ জন মারা যান। এই আবহে ইজরায়েল অভিযোগ করে ইজরায়েলের দিকে একটি রকেট ছুঁড়েছিল ইসলামিক জিহাদ নাম জঙ্গি গোষ্ঠী। তবে সেই রকেট লক্ষ্যভ্রষ্ঠ হয়ে হাসপাতাল ভবনটিতে আঘাত হানে। এর জেরেই উড়ে যায় হাসপাতাল ভবনটি। এদিকে ইজরায়েলের সামরিক বাহিনী একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেছে নিজেদের দাবির সপক্ষে। সেই অডি ক্লিপ অনুযায়ী, প্যালেস্তিনীয় সশস্ত্র জঙ্গিরা একটি কবরস্থান থেকে সে🎃ই রকেট হামলা চালিয়েছিল। লক্ষ্যভ্রষ্ঠ হয়ে তা গাজার হাসপাতালে গিয়ে আঘাত হানে। এদিকে আমেরিকাও ইজরায়েলের দাবি মেনে নিয়েছে। গাজার হাসপাতালে হামলার দোষ হামাস ও ইসলামিক জিহাদের ঘাড়েই চাপিয়েছে তার🅷া।