শহর বা শহরতলির গণ্ডি পেরিয়ে এখন ভারতের গ্রামে-গঞ্জে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতিতে গ্রাম পঞও্চায়েতগুলিকে উদ্যোগী হওয়ার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(꧅PM Narendra Modi)।
শুক্রবার পꦺ্রধানমন্﷽ত্রী বলেন, 'দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি প্রতিটা দেশবাশীর কষ্ট অনুভব করতে পারছি। আমরা সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়ে চলেছি।'
তিনি জানান,𒀰 প্রতিটা সরকারি দফতর যাতে দিন-রাত কাজ করে দেশের যন্ত্রণ𝔍া লাঘবের চেষ্টা চালিয়ে যায়, সেই দিকে কড়া নজরদারি রাখা হচ্ছে।
সেকেন্ড ওয়েভে গত কয়েক মাসে গ্রাম এলাকায় আরও বেশি করে সংক্রমণের খবর মিলছে। এদিনের বার্তায় সেই নিয়েও মন্তব্য করেন প্রধা❀নমন্ত্রী নরেন্দ্র মোদী।
গ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে তিন🌄ি বলেন, 'এখন গ্রাম্য এলাকাগুলিতেও কোভিড💧 নাইন্টিন ছড়িয়ে যাচ্ছে।' এরপরেই গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আমি গ্রাম পঞ্চায়েতগুলিকে নিজেদের এলাকায় সতর্কতার প্রসার ও স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করার আর্জি জানাই।'
গ্রামাঞ্চলে দ্রুত বাড়ছে সংক্রমণ
উল্লেখ্য, দ্বিতীয় ওয়েভে গ্রামাঞ্চলে আগের থেকেও দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। 🥀গত ফেব্রুয়ারি মাস থেকে ক্রমেই বেড়েছে গ্রামাঞ্চলে নতুন করোনা সংক্রমণের সংখ্যা। 🌟বিভিন্ন পরিসংখ্যান থেকে উঠে আসছে এমনটাই তথ্য।
প্রথম ওয়েভে পাঁচ মাস ধরে বেশিরভাগ সংক্রমণ ছিল ঘনবসতিপূর্ণ শহর ও মফঃস্বল এলাকায়। গ্ꦗরামাঞ্চলে সংক্রমণের হার তুলনামূ🐷লকভাবে কম ছিল।
𝔍গত ২০২০ সালে মার্চ থেকে জুলাই বেশিরভাগ সংক্রমণ ছিল শহর ও শহরতলি এলাকায়। কিন্তু জুলাই মাসের পর থেকেই বদলাতে থাকে ছবিটা।
ভারতের মোট জনসংখ্যার ৭৩%-ই গ্রামে থাকে। 🦂চলতি মার্চে মোট করোনা সংক্রমণের ৩৪.৩% হয়েছে গ্রামে। ৪৮.২% সংক্রমণ শহরে। বাকি সংক্রমণ ঘটেছে মফস্বল এꦡলাকায়।
এদিকে এপ্রিলেই গ্রামাঞ্চলের এই পরিসংখ্যান এক ধাক্কায় বেড়ে গিয়েছে। গত মাসে দেশে মোট করোনা সংক্রমণেജর ৪৪.১%-ই হয়েছে গ্রামে। শহরে হয়েছে ৪০.৮% ।