টু হুইলার বাইক নয়, ফোর হুইলার গাড়ি চালাচ্ছিলেন চালক। অথচ হেলমেট না পরার জন্য চালককে জরিমানা করল ট্রাফিক পুলিশ। ঘটনাটি অবাক লাগলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, যে জায়গায় জরিমানার কথা বলা হচ্ছে গাড়ি নিয়ে চালক সেই এলাকাতেই কোনওদিন যাননি বলে দাবি করেছেন। সাধারণত ট্রাফিক আইন অনুযায়ী, বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরা বাধ্যতামূলক। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সেরকম কোনও নিয়ম নেই। তা সত্ত্বেও উত্তর প্রদেশের তুষার সাক্সেনা নামে এক সাংবাদিককে জরিমানা করেছে নয়ডা ট্রাফিক পুলিশ। তা জানার পরে কার্যত অবাক হয়ে গিয়েছেন হয়ে সাংবাদিক๊।
আরও পড়ুন: নাকাཧ তল্লাশি এড়াতে পরপর সিগন্যাল ভাঙল গাড়ি, উঠে গেল ফ♏ুটপাথে, পুলিশ সহ জখম ৫
সাংবাদিক জানিয়েছেন, 🔜গত বছরের মার্চ মাসে তিনি গাড়ি কিনেছিলেন। হেলমেট না পরার জন্য নয়ডা পুলিশ তাঁকে ১০০০ টাকা জরিমানা করেছে। ৯ মাসেরও বেশি আগে তুষার রামপুর থেকে ১৮৮ কিলোমিটার দূরে গৌতম বুদ্ধ নগর জেলায় নয়ডা পুলিশের কাছ থেকে ১০০০ টাকার জরিমানার চালান পেয়েছিলেন। প্রাথমিকভাবে, তিনি এটিকে একটি ভুল ভেবেছিলেন এবং এড়িয়ে গিয়েছিলেন। সাংবাদিক বলেন, ‘আমি কখনই ওই এলাকায় আমার গাড়ি নিয়ে যায়নি। তাছাড়া, গাড়ির ভিতরে হেলমেট পরার কোনও নিয়ম নেই। আর যদি সেই নিয়ম থাকে তাহলে আমাকে লিখিতভাবে সেটা জানাতে হবে।’
পু💯লিশের তরফে তাঁকে সতর্ক করা হয়েছে, টাকা দিতে ব্যর্থ হলে তাকে আদালতে হাজির হতে হবে। রামপুর-ভিত্তিক একটি টিভি চ্যানেলের ওই সাংবাদিকের আশা নয়ডা পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা বাতিল করবে।
উল্লেখ্য, যদিও এই ধরনের ঘটনা প্রথম নয় গৌতম বুদ্ধ নগরে। এর আগে গত বছরের জুনে💯 গৌতম বুদ্ধ নগর ট্রাফিক পুলিশ নয়ডার হোশিয়ারপুর এলাকায় হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য একটি সরকারি স্কুলের শিক্ষককে ১০০০ টাকা জরিমানা করেছিল। পরে শিক্ষক জানান, তাঁর নামে কোনও বাইক নেই। সেই ঘটনার প্রতিবাদে অনেকেই গাড়ি চালানোর সম♒য় হেলমেট পরেন।
২০১৭ সালে রাজস্থানের ভরতপুরেও একই ধꦯরনের একটি ঘটনা ঘট🐬েছিল। একজন ব্যক্তি মারুতি ওমনি মিনিভ্যান চালানোর সময় হেলমেট না পরার জন্য ভুলভাবে জরিমানা করা হয়েছিল। সেই সময় আগ্রা-জয়পুর জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল গাড়ি থামিয়ে হেলমেট না পরার জন্য তাকে জরিমানা করেন।