বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল ১৯৯২ সালে। এরপ এত বছর কেটে গিয়েছে। আর বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ৩০ বছর পরে কর্ণাটক পুলিশ ৫০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাবরি মসজিদ ধ্বংসের পরে এলাকায় দাঙ্গা বাঁধিয়েছিলেন। পুজারি নামে ওই ব্যক্তিকে হুব্বালি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর ঘটনার সময় ওই ব্যক্তি ছিলেন ২০ বছর বয়সি। এতদ🏅িন পরেඣ গ্রেফতার করা হল তাকে।
এদিকে কর্ণাটকে বর্তমানে কংগ্রেস সরকার রয়েছে। সেই রাজ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তোপ দেগেছে বিজেপি। তাদের দাবি এর পেছনে কংগ্রেসের ষড়়যন্ত্র🧜 রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে আর কয়েকদিন পরেই রামমন্দিরের উদ্বোধন হবে। আর তার আগে ধরা পড়লেন এই ব্যক্তি।
প্রাক্তন মন্ত্রী আর অশোকা জানিয়েছেন, কংগ্রেস সরকার ৩১ বছরের পুরনো মামলার ফাইল ফের খুলেছে। হুব্বা𓄧লিতে সেই সময় দুজন কর্মী যারা রামমন্দির বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের ধরে জেলে পোরা হয়েছে। তবে সবথেকে বড় কথা হল যখন গোটা দেশ রামমন্দিরের উদ্বোধনের পথ চেয়ে বসে আছে আর তখনই এভাবে গ্রেফতার করা হল।
তিনি জানিয়েছেন,꧅ কংগ্রেস সরকার রাম ভক্তদের জেলে পাঠিয়ে সন্ত্রাসমূলক কাཧজ করছে। তিনি বলেন, সেই সময় আমি ও প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পাও সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে আমাদের গ্রেফতার করার ক্ষমতা কি আপনাদের আছে?
আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্র♍ধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। গোটা দেশ জুড়ে তার প্রস্তুতি।
এদিকে রামমন্দিরকে ঘিরে ইতিমধ🅰্য়েই নানা রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। লোকসভা ভোটের আগে রামমন্দিরকে কেন্দ্র করে গোটাদেশ জুড়েই একটা অন্যরকম উৎসাহ দেখা যাচ্ছে। তার মধ্য়েই এই গ্রেফতারিকে কেন্দ্র করে কংগ্রেস ও ♍বিজেপির মধ্য়ে চাপানউতোর তুঙ্গে উঠেছে। কিন্তু একটাই প্রশ্ন এতদিন পরে কেন?