ডাকঘরে টাকা রাখার প্রবণতা অনেকের মধ্য়েই রয়েছে। সেখানে টাকা রাখলে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায়। তবে ভারত সরক๊ার পোস্ট অফিসের একাধিক স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে নানা পরিবর্তন করা হয়েছে। সেই 🌳বদলগুলি একবার দেখে নিতে পারে। তবে তার আগে পোস্ট অফিসের যে সমস্ত ক্ষুদ্র সঞ্চয়ের স্কিম রয়েছে সেগুলি হল…
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট
ন্যাশানাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট
ন্যাশানাল সেভিংস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম অ্য়াকাউন্ট
পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
সুকন্যা সমৃদ্ধি যোজনা।
ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট
কিষান বিকাশ পত্র
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট
২০২৩ সালে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। সেখানে মূলত মহিলা বিনিয়োগকারী💃দের টার্গেট করা হয়। ইকোনমিক্স টাইমসের 💦খবর অনুসারে জানা গিয়েছে, এই স্কিমে ৭.৫ শতাংশ বার্ষিক সুদের হার। জমানো টাকার কিছু অংশ তোলা যায়। সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জমা করা যায়।
পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম
এখানে কেউ একজন ৪ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আর জয়েন্ট 💎অ্য়াকাউন্ট হলে ৯ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত জমা করা যায়।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম
এখানে জমা রাখার সর্বোচ্চ সীমা ১৫ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত করা হয়েছে। এ♈র মাধ্যমে স🦩ুদের হার বেশ আকর্ষণীয়।
এদিকে পাঁচ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিট যদি চার বছরেই তুলে নেওয়া হয় তবে পোস্ট 🙈অফিসের সেভিংস অ্যাকাউন্ট রেট অর্থাৎ ৪ শতাংশ হারে সুদ দিতে হবে।
এদিকে সিনিয়র সিটিজেন্স সেভিংস স্🌸কিমেও নানা ধরনের বদল আনা হচ্ছে। ৫৫ বছরের উপরে যাদের বয়স আবার ৬০ বছরের নীচে যাদের বয়স তাঁরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
সরকারি কর্মীদের স্বামী ও স্ত🌺্রীরা এই স্কিমে বিনিয়োগ করতে পা𓆏রেন।
তবে এক বছরের আগেই যদি এই জমা রাখা টাকা তুলে ফেল💛া হয় তবে ১ শতাংশ হারে টাকা কেটে নেওয়া হবে।
এই জ🌌মা রাখ꧅া টাকার মেয়াদ বৃদ্ধি করা হলে আগের রেটেই সুদ মিলবে।
এই স্কিমে টাকা জমা রাখার পাঁচ বছর পরে তা তুলে ফেলা ꧑যায়। মূলত বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য়ই এই বিশেষ ব্যবস্থা নেওয়া🗹 হয়েছে।