বিগত চারদিনে তিনবার প্রশান্ত কিশোরকে ১০ জনপথে যেতে দেখা গেল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে জানাহ গিয়েছে। এরই মাঝে এবাক তৃণমূল কংগ্রেসের তরফে খোঁচা দেওয়া হল পিকে-কে। তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস𓃲্মিতা দেব প্রশান্তকে কটাক্ষ করে বলেন, ‘তৃণমূলে অনেক ভোটকুশলী আ🃏ছে। তাঁদের মধ্যে প্রশান্ত কিশোর একজন।’ পাশাপাশি কংগ্রেসকে পাত্তা না দিয়ে সুস্মিতার দাবি, বিরোধী জোট রাজনীতি বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সেটাই শেষ কথা।
এদিকে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী রণদীপ সূর্যেওয়ালাদের উপস্থিতিতে এদিন সোনিয়ার সঙ্গে ফের বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে উপস্থিত ছিলেন কমল নাথ, দিগ্বিজয় সিংহ, অম্বিকা সোনি, কে সি বেণুগোপালরাও। মনে করা হচ্ছে, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিতে চাইছেন, তবা তা তিনি নিজের শর্তে করতে চাইছেন। তাঁর কাজের পরিসর ঠিক রেখেই তিনি হাত শিবিরে যোগ দিতে চান। তবে পিকের সেই ‘শর্ত’ নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাই পিকের শর্ত মꦰানা হবে কি না, তা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে সভানেত্রী সোনিয়া গান্ধীর উপর।
আরও পড়ুন: বাণিজ্য সম্মে💃লনে যোগ ১৪টি দেশের, বাংলায় বিনিয়োগ করতে পারেন আদানি-বিড়লারা
এই আবহে পিকে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, ‘আমি গত অগস্টে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছি। কিন্তু এই কম সময়ের মধ্যেই দেখেছি যে বা🍸ংলা🅠য় তৃণমূলের হয়ে কাজ করার জন্য অনেক ভোটকুশলী রয়েছেন। এক জন ভোটকুশলী যে তৃণমূলের হয়ে কাজ করেন, এই ধারণা ঠিক নয়। পিকে সেই অসংখ্য ভোটকুশলীদের মধ্যে এক জন। আমরা কোনও ভোটকুশলীকে নিয়ে মন্তব্য করতে চাইছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই থাকবে।’