এলএন রাও
তাইওয়ান সেক্টরে চিন ভারত সংঘাত চরমে উঠেছিল সম্প্রতি। আর সেই আবহে এবার প্রলয় মিসাইলকে আনতে উদ্যোগী হল দেশ। এই মিসাইল অন্তত ১৫০-৫০০ কিমি দূরে শত্রুঘা✤ঁটিতে আঘাত হানতে সক্ষম।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনী এই প্রস্🙈তাবটি পাঠিয়েছে। একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই প্রস্তাব। সংবাদ সংস্থা সূত্রের খবর, চলতি সপ্তাহে উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এনিয়ে ছাড়পত্র মিলতে পারে।
এদিকে ভারতীয় বাহিনী ইতিমধ্যে রকেট ফোর্স তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে। সেই সময়ই সামনে আসছে এই প্রলয় মিসাইলকে সামনে আনার বিষয়টি। সম্প্রতি নে♛ভি চিফ অ্য়াডমিরাল আর হরি কুমার জানিয়েছিলেন, প্রয়াত লেফটেনান্ট জেনারেল একটা সময় সীমান্তে শত্রুর মোকাবিলা করার জন্য় রকেট ফোর্স তৈরির ব্যাপারে বলতেন।
এদিকে গত বছর ডিসেম্বর মাসে পরপর দুবার ওই মিসাইলের পরীক্ষা করা হয়েছিল। এবার সℱেই মিসাইলকেই তালিকাভুক্ত করার উদ্যোগ নিচ্ছে প্রতিরক্ষা দ꧋ফতর। এককথায় বড় উদ্য়োগ।
একাধিক আধুনিক প্রযুক্তি সংযুক্ত রয়েছে এই নয়া মিসাই♌লের সঙ্গে। অন্তত ১৫০-৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম এই রকেট।
এই প্রলয় হল ভূমি থেকে ভূমি মিসাইল। সূত্রের খবর, এই ꦫমিসাইলের এমন গুণ রয়েছে ।যে🅠 মাঝ আকাশে একটি নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে এটি তার রুট বদলেও ফেলতে পারে।
সূত্রের খবর, এই ধরনের মিসাইল বাহিন🤡ীকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এটি শত্রুঘাঁটিকে পুরো গুড়িতে দিতে সক্ষম। এতটাই শক্তিশালী এই প্রলয়। ব্রহ্মসের পাশাপাশি এই প্রলয় মিসাইলও অত্যন্ত উচ্চপাল্লার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন।